এশিয়া কাপ ২০২৫ চলাকালীন ভারতের ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে নতুন করে ফাটল দেখা দিয়েছে। টুর্নামেন্টে নিজেদের ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানানো এবং পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ না করার ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
এখন পর্যন্ত এশিয়া কাপের ট্রফি আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে হস্তান্তর করা হয়নি, যা ক্রিকেট অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে শুধু দ্বিপাক্ষিক সিরিজই নয়, ভবিষ্যতের আইসিসি টুর্নামেন্টে দুই দলের মুখোমুখি হওয়ার বিষয়টিও অনিশ্চিত হয়ে যেতে পারে।
পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বলেন, “ক্রিকেটে রাজনীতি ঢোকানো উচিত নয়। খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে। লিগ ক্রিকেটে সব দেশের খেলোয়াড়ের সমান সুযোগ থাকা উচিত। বড় মন দেখানো জরুরি, নাহলে ক্রিকেটের নৈতিক মান ক্ষতিগ্রস্ত হবে।”
সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, দুবাইয়ে চলমান আইসিসির ত্রৈমাসিক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। বিসিসিআই ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-কে লিখিতভাবে জানানো হয়েছে। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানান, ট্রফি হস্তান্তরে বিলম্ব নিয়ে আলোচনা হবে এবং বিষয়টি এসিসিকে আগেই জানানো হয়েছে।
ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, এ ধরনের আচরণ খেলাটির মূল দর্শন ‘স্পিরিট অফ দ্য গেম’-কে প্রশ্নবিদ্ধ করছে। আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেটকে সবসময় সৌহার্দ্যপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার প্রতীক হিসেবে দেখা হলেও সাম্প্রতিক ঘটনা ভারত-পাকিস্তান ম্যাচের ভাবমূর্তিকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে।

ডেস্ক রিপোর্ট 

























