ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ও প্রভাবশালী ব্যবসায়ী নেতা শেখ কবির হোসেন রবিবার (৮ জুন) সকালে বাংলাদেশ ত্যাগ করেছেন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। তার বিদেশযাত্রার বিষয়টি নিশ্চিত করেছে ইমিগ্রেশন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দায়িত্বশীল সূত্র।
সূত্রগুলো জানায়, শেখ কবির হোসেন শেখ হাসিনার শাসনামলে আর্থিক খাতসহ বিভিন্ন খাতে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ২৩টিরও বেশি প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থার শীর্ষ পর্যায়ের পদে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একাধিক গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরামের সদস্য এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক।
বিশেষভাবে উল্লেখযোগ্য, ২০১১ সাল থেকে তিনি বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি হিসেবে টানা দায়িত্ব পালন করে আসছিলেন। তার দীর্ঘমেয়াদি সভাপতিত্বের কারণে বিআইএর নিয়মিত বা প্রতিযোগিতামূলক নির্বাচন প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। দুই বছর মেয়াদি কমিটির নিয়মিত নির্বাচন অনেক সময় হয়নি বলেও অভিযোগ রয়েছে, যা তার রাজনৈতিক ও পারিবারিক প্রভাবের কারণেই সম্ভব হয়েছিল বলে সংশ্লিষ্ট মহলের দাবি।
শেখ কবির হোসেনের দেশত্যাগ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সম্প্রতি সরকারের পরিবর্তন এবং দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের তদন্ত শুরু হওয়ায় তিনি নিরাপদে বিদেশে সরে যাচ্ছেন।
এ বিষয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বিভাগের ডিআইজি মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে জানান, “রোববার সকালে তিনি একটি ফ্লাইটে দেশের বাইরে গেছেন।” বিদেশযাত্রার ক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা ছিল কি না জানতে চাইলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
তথ্যসূত্র: প্রথম আলো