ঢাকা , শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ড. ইউনূসকে দেশের কাজে যুক্ত রাখতে চায় বিএনপি “জাতীয় স্বার্থে ড. ইউনূসের প্রয়োজন আছে” — তারেক রহমান ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, তেলের বাজারে উত্তেজনা জুলাই সনদ ছাড়া নির্বাচন নয়”—তারেক-ইউনূস বৈঠক নিয়ে প্রতিক্রিয়া দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ইরানে ইসরায়েলি হামলার পর অজ্ঞাত স্থানে নেতানিয়াহু, নিহত ইরানের শীর্ষ জেনারেলরা ইরানে ইসরায়েলের হামলাকে ‘আইন লঙ্ঘন’ বললো জর্ডান, তীব্র প্রতিক্রিয়ায় মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক মহল ভাড়া গাড়ীতে প্রেসের স্টিকার,  সেনাবাহিনীর হাতে ধরা, করা হলো জরিমানা তারেক রহমান বললেন, খালেদা জিয়া ও ড. ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন বিএনপির সহযোগিতা এখন অভিশাপ: গলাচিপায় অবরুদ্ধের পর ক্ষোভে ফুঁসলেন ভিপি নুর”

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন দেশ ছেড়েছেন, সিঙ্গাপুর গেছেন রবিবার সকালে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ও প্রভাবশালী ব্যবসায়ী নেতা শেখ কবির হোসেন রবিবার (৮ জুন) সকালে বাংলাদেশ ত্যাগ করেছেন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। তার বিদেশযাত্রার বিষয়টি নিশ্চিত করেছে ইমিগ্রেশন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দায়িত্বশীল সূত্র।

সূত্রগুলো জানায়, শেখ কবির হোসেন শেখ হাসিনার শাসনামলে আর্থিক খাতসহ বিভিন্ন খাতে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ২৩টিরও বেশি প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থার শীর্ষ পর্যায়ের পদে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একাধিক গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরামের সদস্য এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক।

বিশেষভাবে উল্লেখযোগ্য, ২০১১ সাল থেকে তিনি বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি হিসেবে টানা দায়িত্ব পালন করে আসছিলেন। তার দীর্ঘমেয়াদি সভাপতিত্বের কারণে বিআইএর নিয়মিত বা প্রতিযোগিতামূলক নির্বাচন প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। দুই বছর মেয়াদি কমিটির নিয়মিত নির্বাচন অনেক সময় হয়নি বলেও অভিযোগ রয়েছে, যা তার রাজনৈতিক ও পারিবারিক প্রভাবের কারণেই সম্ভব হয়েছিল বলে সংশ্লিষ্ট মহলের দাবি।

শেখ কবির হোসেনের দেশত্যাগ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সম্প্রতি সরকারের পরিবর্তন এবং দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের তদন্ত শুরু হওয়ায় তিনি নিরাপদে বিদেশে সরে যাচ্ছেন।

এ বিষয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বিভাগের ডিআইজি মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে জানান, “রোববার সকালে তিনি একটি ফ্লাইটে দেশের বাইরে গেছেন।” বিদেশযাত্রার ক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা ছিল কি না জানতে চাইলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

তথ্যসূত্র: প্রথম আলো

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসকে দেশের কাজে যুক্ত রাখতে চায় বিএনপি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন দেশ ছেড়েছেন, সিঙ্গাপুর গেছেন রবিবার সকালে

আপডেট সময় ১১:০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ও প্রভাবশালী ব্যবসায়ী নেতা শেখ কবির হোসেন রবিবার (৮ জুন) সকালে বাংলাদেশ ত্যাগ করেছেন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। তার বিদেশযাত্রার বিষয়টি নিশ্চিত করেছে ইমিগ্রেশন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দায়িত্বশীল সূত্র।

সূত্রগুলো জানায়, শেখ কবির হোসেন শেখ হাসিনার শাসনামলে আর্থিক খাতসহ বিভিন্ন খাতে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি ২৩টিরও বেশি প্রতিষ্ঠান, সংগঠন ও সংস্থার শীর্ষ পর্যায়ের পদে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একাধিক গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরামের সদস্য এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক।

বিশেষভাবে উল্লেখযোগ্য, ২০১১ সাল থেকে তিনি বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি হিসেবে টানা দায়িত্ব পালন করে আসছিলেন। তার দীর্ঘমেয়াদি সভাপতিত্বের কারণে বিআইএর নিয়মিত বা প্রতিযোগিতামূলক নির্বাচন প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। দুই বছর মেয়াদি কমিটির নিয়মিত নির্বাচন অনেক সময় হয়নি বলেও অভিযোগ রয়েছে, যা তার রাজনৈতিক ও পারিবারিক প্রভাবের কারণেই সম্ভব হয়েছিল বলে সংশ্লিষ্ট মহলের দাবি।

শেখ কবির হোসেনের দেশত্যাগ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সম্প্রতি সরকারের পরিবর্তন এবং দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের তদন্ত শুরু হওয়ায় তিনি নিরাপদে বিদেশে সরে যাচ্ছেন।

এ বিষয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বিভাগের ডিআইজি মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে জানান, “রোববার সকালে তিনি একটি ফ্লাইটে দেশের বাইরে গেছেন।” বিদেশযাত্রার ক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা ছিল কি না জানতে চাইলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

তথ্যসূত্র: প্রথম আলো