ঢাকা , শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস ইসরায়েলি হামলায় ইরানের আরও দুই জেনারেল নিহত ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক স্বস্তি ফিরিয়ে এনেছে: দুদু ইরানের পর এবার ইসরায়েলে রকেট হামলা চালালো আরেক মুসলিম দেশ! ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ড. ইউনূস-তারেক রহমান বৈঠক ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক: প্রেসসচিব ইসরাইলি ‘আগ্রাসন’ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদ এজেন্টের টাকা ছিনতাই পুলিশের কাছে ভারি মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুজ্জামানের পদত্যাগ

ফার্মেসিতে মাদক রেখে চাঁদা দাবির অভিযোগ, দুই পুলিশ সদস্য ক্লোজড

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

এবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতার ফার্মেসিতে ইয়াবা রেখে চাঁদা দাবির অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে তাদের ক্লোজড করা হয়। ওই দুই পুলিশ সদস্য হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুতুবউদ্দিন (৪৫) ও কনস্টেবল আবুল খায়ের (৩৫)।

এর আগে এদিন আড়াইহাজারের গোপালদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ফার্মেসির ব্যবসায়ী সাদেকুর রহমান এই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ করেন।

অভিযোগে সাদেকুর রহমান বলেন, গত ৩ জুন তানভীর ও রফিকুল নামে দুইজন লোক ফার্মেসিতে বসে পিঠা খেতে খেতে কোনো একসময় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি ও তাদের স্মরণ করা লাগতে পারে বলে বলে জানায়। পরের দিন ৪ জুন অভিযুক্ত দুই পুলিশ সদস্য দোকানে আসে এবং তানভীর ও রফিকুলের বসার জায়গায়ই বসে।

এসময় তারা নানা কথাবার্তার একপর্যায়ে একটা সিরাপ হাতে নিয়ে সেটি কোন রোগের জিজ্ঞেস করে। আমি বলি, ভিটামিনের সিরাপ। এসময় সিরাপের বোতলের পেছনে লুকিয়ে থাকা একটি কাগজের প্যাকেট বের করেন তারা। সেই প্যাকেটটিতে ৪৫ থেকে ৪৯টির মতো ইয়াবা ছিল।

পরবর্তীতে পুলিশ সদস্যরা দেড় লাখ টাকা চান ও টাকা না দিলে গ্রেফতার করবে বলে ভয়ভীতি দেখান। পরে স্থানীয় বিএনপির নেতারা এগিয়ে এলে সাদেকুরের পরিচয় জানতে পেরে তারা চুপ হয়ে যান। এসময় উপস্থিত সোহেল তানভীর ৫০ হাজার টাকায় মীমাংসার কথা বললে তারা ঘটনাস্থল থেকে ভয়ে চলে যান।

এ ঘটনায় যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারের কাছে আবেদন করেন সাদেকুর রহমান। অভিযুক্ত এএসআই কুতুবউদ্দিন জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতনরা তদন্ত করছে। তাদের সঙ্গে কথা বললে বিস্তারিত জানতে পারবেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন বলেন, অভিযোগ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত তাদের ক্লোজড করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, আমাদের কাছে একটা অভিযোগ এসেছে। ওই অভিযোগের প্রেক্ষিতে আপাতত তাদের ক্লোজড করা হয়েছে। সেই সঙ্গে পরবর্তীতে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস

ফার্মেসিতে মাদক রেখে চাঁদা দাবির অভিযোগ, দুই পুলিশ সদস্য ক্লোজড

আপডেট সময় ১২:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

এবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতার ফার্মেসিতে ইয়াবা রেখে চাঁদা দাবির অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে তাদের ক্লোজড করা হয়। ওই দুই পুলিশ সদস্য হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুতুবউদ্দিন (৪৫) ও কনস্টেবল আবুল খায়ের (৩৫)।

এর আগে এদিন আড়াইহাজারের গোপালদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ফার্মেসির ব্যবসায়ী সাদেকুর রহমান এই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ করেন।

অভিযোগে সাদেকুর রহমান বলেন, গত ৩ জুন তানভীর ও রফিকুল নামে দুইজন লোক ফার্মেসিতে বসে পিঠা খেতে খেতে কোনো একসময় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি ও তাদের স্মরণ করা লাগতে পারে বলে বলে জানায়। পরের দিন ৪ জুন অভিযুক্ত দুই পুলিশ সদস্য দোকানে আসে এবং তানভীর ও রফিকুলের বসার জায়গায়ই বসে।

এসময় তারা নানা কথাবার্তার একপর্যায়ে একটা সিরাপ হাতে নিয়ে সেটি কোন রোগের জিজ্ঞেস করে। আমি বলি, ভিটামিনের সিরাপ। এসময় সিরাপের বোতলের পেছনে লুকিয়ে থাকা একটি কাগজের প্যাকেট বের করেন তারা। সেই প্যাকেটটিতে ৪৫ থেকে ৪৯টির মতো ইয়াবা ছিল।

পরবর্তীতে পুলিশ সদস্যরা দেড় লাখ টাকা চান ও টাকা না দিলে গ্রেফতার করবে বলে ভয়ভীতি দেখান। পরে স্থানীয় বিএনপির নেতারা এগিয়ে এলে সাদেকুরের পরিচয় জানতে পেরে তারা চুপ হয়ে যান। এসময় উপস্থিত সোহেল তানভীর ৫০ হাজার টাকায় মীমাংসার কথা বললে তারা ঘটনাস্থল থেকে ভয়ে চলে যান।

এ ঘটনায় যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারের কাছে আবেদন করেন সাদেকুর রহমান। অভিযুক্ত এএসআই কুতুবউদ্দিন জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতনরা তদন্ত করছে। তাদের সঙ্গে কথা বললে বিস্তারিত জানতে পারবেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন বলেন, অভিযোগ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত তাদের ক্লোজড করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, আমাদের কাছে একটা অভিযোগ এসেছে। ওই অভিযোগের প্রেক্ষিতে আপাতত তাদের ক্লোজড করা হয়েছে। সেই সঙ্গে পরবর্তীতে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।