দায়িত্বগ্রহণের প্রথম দিনেই স্টেজে মাথা ঘুরে পড়ে গেলেন সুইডেনের স্বাস্থ্যমন্ত্রী এলিজাবেথ ল্যান। বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয় এর একটি ভিডিও।
সেখানে দেখা যায়, একটি সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই কথা বলছেন ল্যান। হঠাৎই সামনের দিকে মুখ থুবড়ে পড়েন তিনি। এতে পোডিয়ামের সাথে মাথায় চোট পান।
এ সময়, সুইডেনের উপ-প্রধানমন্ত্রী এবা বুশ দ্রুত তার পাশে ছুটে আসেন এবং তাকে উল্টে শুইয়ে দেন। সেখানে থাকা অন্যান্য রাজনীতিবিদ ও সাংবাদিকরাও দ্রুত এগিয়ে আসেন।
পরবর্তীতে জানা যায়, রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছিল তার। এ ঘটনার পর বাতিল করা হয় সেদিনের সংবাদ সম্মেলন।