ঢাকা , শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস ইসরায়েলি হামলায় ইরানের আরও দুই জেনারেল নিহত ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক স্বস্তি ফিরিয়ে এনেছে: দুদু ইরানের পর এবার ইসরায়েলে রকেট হামলা চালালো আরেক মুসলিম দেশ! ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ড. ইউনূস-তারেক রহমান বৈঠক ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক: প্রেসসচিব ইসরাইলি ‘আগ্রাসন’ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদ এজেন্টের টাকা ছিনতাই পুলিশের কাছে ভারি মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুজ্জামানের পদত্যাগ

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদল।

বুধবার (১৪ মে) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়

বক্তাদের বক্তব্য

সমাবেশে বক্তারা বলেন, ১৩ মে রাতের দিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল নেতা সাম্যকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড শুধু একজন ছাত্রনেতার ওপর নয়, বরং পুরো ছাত্রসমাজকে ভয়ভীতির মাধ্যমে দমন করার চেষ্টা।

ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য আরিফ হোসেন শান্ত বলেন,

“দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে প্রকাশ্যে একজন মেধাবী ছাত্রনেতাকে হত্যা ভয়ংকর বার্তা বহন করে। জুলাই-আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। সাম্য হত্যাকাণ্ড সেই ষড়যন্ত্রেরই অংশ। এর দায় সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।”

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আজমাইন সাকিব বলেন,

“সাম্যর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বিগত ১৭ বছর ধরে একটি মহল ছাত্রদল নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে আসছে। আমরা গণতান্ত্রিক ও ক্যাম্পাসভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি, অথচ বারবার হামলার শিকার হচ্ছি। সাম্য হত্যার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যকেও নিতে হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় ০৮:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদল।

বুধবার (১৪ মে) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়

বক্তাদের বক্তব্য

সমাবেশে বক্তারা বলেন, ১৩ মে রাতের দিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল নেতা সাম্যকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড শুধু একজন ছাত্রনেতার ওপর নয়, বরং পুরো ছাত্রসমাজকে ভয়ভীতির মাধ্যমে দমন করার চেষ্টা।

ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য আরিফ হোসেন শান্ত বলেন,

“দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে প্রকাশ্যে একজন মেধাবী ছাত্রনেতাকে হত্যা ভয়ংকর বার্তা বহন করে। জুলাই-আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। সাম্য হত্যাকাণ্ড সেই ষড়যন্ত্রেরই অংশ। এর দায় সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।”

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আজমাইন সাকিব বলেন,

“সাম্যর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বিগত ১৭ বছর ধরে একটি মহল ছাত্রদল নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে আসছে। আমরা গণতান্ত্রিক ও ক্যাম্পাসভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি, অথচ বারবার হামলার শিকার হচ্ছি। সাম্য হত্যার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যকেও নিতে হবে।”