দরকার পড়লে নিজেকে একাদশের বাইরে রাখতেও রাজি মরগান

ইংল্যান্ডের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে মরগান অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, ফর্মে না ফিরলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেকে দল থেকে সরিয়ে নিতে পারেন ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান।
ইংল্যান্ডের হয়ে এ বছরে ৭ ইনিংসে মাত্র ৮২ রান করেছেন ৩৫ বছর বয়সী এ বামহাতি ব্যাটসম্যান।

কোলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হয়ে আইপিএলে সব ম্যাচ খেললেও রানের দেখা মেলেনি তার ব্যাটে। মাত্র ১১.০৮ গড়ে ১৭ ম্যাচে সর্বসাকুল্যে তার রান ছিল ১৩৩। যদিও তার নেতৃত্বে কোলকাতা ফাইনাল খেলেছিল।

নিজের সেরা ফর্মে থাকাকালীন অবস্থায় বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন। এখন পর্যন্ত ১০৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তার স্ট্রাইক রেট ১৩৮.২৫।

একটি অনলাইন নিউজ কনফারেন্সে মরগান জানান দলের প্রয়োজনে নিজেকে সেরা একাদশের বাইরেও রাখতে পারেন তিনি, ‘অবশ্যই বিকল্প চিন্তা থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য আমি দলের কাঁটা হতে চাই না।’

দুই বছর আগে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়ে প্রথমবারের মত বিশ্বকাপ আনা আয়ারল্যান্ডের সাবেক এ ব্যাটসম্যান বলেন, ‘আমি রানের খরায় ভুগছি। কিন্তু আমার অধিনায়কত্ব ভালো হচ্ছে।’

‘দুইটি ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আমি সবসময় মানিয়ে নিয়েছি। বোলার নয়, কিংবা মাঠে খুব একটা পারফর্ম না করেও আমি আমার অধিনায়কত্বের ভূমিকাটা ভালোবেসেছি। খেলায় ভূমিকায় রাখার জন্য এটাও এক ধরণের প্রভাব বলা যায়।’

‘আমার ব্যাটিংয়ের কথা ভাবলে, আমি যদি রানে ফিরতে না পারি, তবে দল থেকে নিজেকে বাদ দিতেও কার্পণ্য করবো না। টি-টোয়েন্টি ক্রিকেটে আমি যে অবস্থানে ব্যাট করে থাকি, সেটা বেশ ঝুকিপূর্ণ। যদি আমাকে দল চায়, তাহলে আমি সে ঝুকি নিবো। আর যদি না চায়, আমি সরে দাঁড়াবো।’