হাইভোল্টেজ ম্যাচে রাতে জার্মানির মুখোমুখি ব্রাজিল

গত কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। দুঃসহ সেই স্মৃতি ভুলে সেলেসাওরা আবারও মাঠের লড়াইয়ে ফিরে এসেছে। ব্যস্ত সময় পার করছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে। বিশ্বকাপের পর দেশটির সিনিয়র দল একাধিক প্রীতি ম্যাচে মাঠে নামে।

তাছাড়াও ব্রাজিলের যুবারা দারুণ পারফরম্যান্স করে যাচ্ছে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে। পুরুষ দলের পাশাপাশি মাঠে ব্যস্ত সময় পার করছে সেলেসাও মেয়েরাও। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ১১ এপ্রিল ব্রাজিলের স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিলের মেয়েরা।

এদিকে জার্মানদের হারানোর লক্ষ্যে দুইভাগে বিভক্ত হয়ে দলগত অনুশীলন করেছে ব্রাজিল। প্রথম ধাপে মধ্যভাগ ও আক্রমণভাগের ফুটবলারদের নিয়ে আলাদাভাবে অনুশীলন করেন ব্রাজিল নারী দলের কোচ। দ্বিতীয় ধাপে দলের রক্ষণভাগের ফুটবলারদের অনুশীলন করানো হয়। অনুশীলনের শেষ পর্যায়ে দলের সব ফুটবলারদের নিয়ে কাজ করেন কোচ পিয়া।

কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের সবশেষ ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়েছিল ব্রাজিলের। প্রথমবারের মতো আয়োজিত নারী ‘ফিনালিসিমায়’ ইংল্যান্ডের কাছে পরাজয়ের স্বাদ পেতে হয় সেলেসাওদের।

ইংল্যান্ডের ওয়েম্বলিতে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারায় ইংলিশরা। এর আগে গত বছর ছেলেদের ইউরো জয়ী ইতালি এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ফিনালিসিমায় মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়ছিল মেসির আর্জেন্টিনা।