ঢাকা , শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, তেলের বাজারে উত্তেজনা জুলাই সনদ ছাড়া নির্বাচন নয়”—তারেক-ইউনূস বৈঠক নিয়ে প্রতিক্রিয়া দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ইরানে ইসরায়েলি হামলার পর অজ্ঞাত স্থানে নেতানিয়াহু, নিহত ইরানের শীর্ষ জেনারেলরা ইরানে ইসরায়েলের হামলাকে ‘আইন লঙ্ঘন’ বললো জর্ডান, তীব্র প্রতিক্রিয়ায় মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক মহল ভাড়া গাড়ীতে প্রেসের স্টিকার,  সেনাবাহিনীর হাতে ধরা, করা হলো জরিমানা তারেক রহমান বললেন, খালেদা জিয়া ও ড. ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন বিএনপির সহযোগিতা এখন অভিশাপ: গলাচিপায় অবরুদ্ধের পর ক্ষোভে ফুঁসলেন ভিপি নুর” ইরানে ইসরায়েলি হামলায় শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীদের নিহতের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও শোক প্রকাশ “বাংলার আকাশে মেঘ জমলে জিয়া পরিবার বৃষ্টি হয়ে আসে”—ছাত্রদল সম্পাদক নাছির উদ্দীনের মন্তব্য

গর্তে ভরা সড়কে বাড়ছে জনগনের ভোগান্তি, বর্ষায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার অভ্যন্তরীণ ৫২৬ কিলোমিটার সড়কের বেহাল দশা জনজীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে। রাস্তার বিভিন্ন স্থানে খোঁয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। এতে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সাধারণ মানুষকেও পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নে তাদের অধীন মোট সড়কের পরিমাণ প্রায় ২৩ হাজার ৯৫ কিলোমিটার। এর মধ্যে চলাচলের অযোগ্য অবস্থায় রয়েছে ৫২৬ কিলোমিটার সড়ক।

উপজেলার বিভিন্ন এলাকার সড়কগুলোর মধ্যে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে: নাজিরপুর ইউনিয়নের বাংলাবাজার থেকে নাজিরপুর স্কুল, ছয়হিস্যা তাঁতেরকাঠী থেকে রামনগর ব্রীজ (নুরাইনপুর বাজার সংলগ্ন) , নাজিরপুর বাবুল মোল্লা বাড়ী থেকে রামনগর ব্রীজ (নুরাইনপুর বাজার সংলগ্ন), বড় ডালিমা ব্রিজ থেকে ধান্দী বাজার সহ ছয়হিস্যা চৌমুহনী বাজার থেকে রামনগর চৌরাস্তা।

দাসপাড়া ইউনিয়নের ছোট চৌমুহনী-নওমালা ব্রিজ সড়ক

লেঙরা মুন্সির পুল থেকে কাদের সর্দার বাড়ি

সাবেক চেয়ারম্যান নুরু মিয়ার বাড়ি থেকে রশিদের বাড়ি

কাঠের পুল থেকে হুজুরের বাড়ি

বড় চৌমুহনী থেকে ইলিশার খাল

কালাইয়া ইউনিয়নের শিমুলবাগ থেকে কলেজ সড়ক পর্যন্ত

কনকদিয়া-বীরপাশা, কালিশুরী-ধুলিয়া, কালিশুরী-কেশবপুর

* বগা- সাবপুরা, হোগলা-কলতা

•কাছিপাড়া-মান্দারবন, কারখানা
লঞ্চঘাট-পাড়ের বাজার- দরিয়াবাদ

চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন সড়ক

এইসব সড়কে বিভিন্ন স্থানে পাথর, খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় গর্ত। কোথাও কোথাও পানিতে তলিয়ে রয়েছে রাস্তা। যানবাহন চলছে ঝুঁকি নিয়ে, ঘটছে দুর্ঘটনা, এমনকি প্রাণহানিও ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকার বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থী, চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, এই বেহাল সড়ক তাদের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে।

গাড়িচালক মোঃ হাসান বলেন রাস্তায় চলতে গিয়ে তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আয় কমে গেছে। বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে জানা যায়, রাস্তার দুরবস্থার কারণে নিয়মিত স্কুল-কলেজে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে। ছয়হিস্যা গ্রামের বাসিন্দা অটোচালক কামাল শিকদার জানান, রাস্তায় গর্ত থাকার কারনে নিয়মিত অটো নিয়ে পরে যাই, গাড়ীরও বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়।
সরকারের কাছে সড়ক সংস্কারের দাবিও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে এলজিইডি বাউফল উপজেলা কার্যালয়ের প্রকৌশলী শ্যামল কুমার গাইন জানান, “বেহাল সড়কগুলোর তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত সংস্কারকাজ শুরু হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা

গর্তে ভরা সড়কে বাড়ছে জনগনের ভোগান্তি, বর্ষায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা

আপডেট সময় ০১:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার অভ্যন্তরীণ ৫২৬ কিলোমিটার সড়কের বেহাল দশা জনজীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে। রাস্তার বিভিন্ন স্থানে খোঁয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। এতে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সাধারণ মানুষকেও পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নে তাদের অধীন মোট সড়কের পরিমাণ প্রায় ২৩ হাজার ৯৫ কিলোমিটার। এর মধ্যে চলাচলের অযোগ্য অবস্থায় রয়েছে ৫২৬ কিলোমিটার সড়ক।

উপজেলার বিভিন্ন এলাকার সড়কগুলোর মধ্যে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে: নাজিরপুর ইউনিয়নের বাংলাবাজার থেকে নাজিরপুর স্কুল, ছয়হিস্যা তাঁতেরকাঠী থেকে রামনগর ব্রীজ (নুরাইনপুর বাজার সংলগ্ন) , নাজিরপুর বাবুল মোল্লা বাড়ী থেকে রামনগর ব্রীজ (নুরাইনপুর বাজার সংলগ্ন), বড় ডালিমা ব্রিজ থেকে ধান্দী বাজার সহ ছয়হিস্যা চৌমুহনী বাজার থেকে রামনগর চৌরাস্তা।

দাসপাড়া ইউনিয়নের ছোট চৌমুহনী-নওমালা ব্রিজ সড়ক

লেঙরা মুন্সির পুল থেকে কাদের সর্দার বাড়ি

সাবেক চেয়ারম্যান নুরু মিয়ার বাড়ি থেকে রশিদের বাড়ি

কাঠের পুল থেকে হুজুরের বাড়ি

বড় চৌমুহনী থেকে ইলিশার খাল

কালাইয়া ইউনিয়নের শিমুলবাগ থেকে কলেজ সড়ক পর্যন্ত

কনকদিয়া-বীরপাশা, কালিশুরী-ধুলিয়া, কালিশুরী-কেশবপুর

* বগা- সাবপুরা, হোগলা-কলতা

•কাছিপাড়া-মান্দারবন, কারখানা
লঞ্চঘাট-পাড়ের বাজার- দরিয়াবাদ

চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন সড়ক

এইসব সড়কে বিভিন্ন স্থানে পাথর, খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় গর্ত। কোথাও কোথাও পানিতে তলিয়ে রয়েছে রাস্তা। যানবাহন চলছে ঝুঁকি নিয়ে, ঘটছে দুর্ঘটনা, এমনকি প্রাণহানিও ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকার বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থী, চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, এই বেহাল সড়ক তাদের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে।

গাড়িচালক মোঃ হাসান বলেন রাস্তায় চলতে গিয়ে তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আয় কমে গেছে। বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে জানা যায়, রাস্তার দুরবস্থার কারণে নিয়মিত স্কুল-কলেজে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে। ছয়হিস্যা গ্রামের বাসিন্দা অটোচালক কামাল শিকদার জানান, রাস্তায় গর্ত থাকার কারনে নিয়মিত অটো নিয়ে পরে যাই, গাড়ীরও বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়।
সরকারের কাছে সড়ক সংস্কারের দাবিও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে এলজিইডি বাউফল উপজেলা কার্যালয়ের প্রকৌশলী শ্যামল কুমার গাইন জানান, “বেহাল সড়কগুলোর তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত সংস্কারকাজ শুরু হবে।