ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে গুলি ও হামলা, আহত ১ চকবাজারে ব্যবসায়ী হত্যা: বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ ‘চাঁদাবাজদের হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেয়া হবে’ ৫ কোটি টাকা চাঁদার দাবিতে বাস ভাংচুর, যুবদল নেতা দল থেকে বহিষ্কার খালি নির্বাচন নির্বাচন করেন, খুনি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন না কেন?: বিএনপিকে জামায়াত নেতা রফিকুল ইরানের মতো শক্তিশালী রাষ্ট্রকে ছোট করে দেখা পশ্চিমাদের বড় ভুল: ফ্রান্স ছাত্রদল শহীদ পরিবারের পাশে সন্তানের মতো থাকবে: রাকিব তারা ভেবেছিল, কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে: নাহিদ ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড: ৫ দিনের রিমান্ডে টিটন গাজী ‘তারা প্রতি মাসে দুই লাখ করে টাকা চায়, না দেওয়ায় মেরেই ফেললো’

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই মোসাদের ৫৪ গুপ্তচর গ্রেপ্তার করল ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৪১৩ বার পড়া হয়েছে

ইরান-ইসরায়েলের চলমান সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। সামরিক ও গোয়েন্দা অঙ্গনে টানা পাল্টাপাল্টি হামলার পাশাপাশি এবার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে ৫৪ জন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান।

শনিবার (২১ জুন) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়। অভিযুক্তদের বিরুদ্ধে শত্রু রাষ্ট্রের হয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, গুজব ছড়িয়ে অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

খুজেস্তানের প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মোসাদের সরাসরি নির্দেশনায় কার্যক্রম চালানোর বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে। তারা ইরানের ভেতরে বিভ্রান্তি ছড়ানো ও সামাজিক অস্থিরতা তৈরির লক্ষ্যে কাজ করছিল বলে দাবি করা হয়।

এর আগে, ইরান-ইসরায়েল যুদ্ধাবস্থার অংশ হিসেবে ১৩ জুন থেকে শুরু হওয়া সামরিক সংঘাতে ইসরায়েল তেহরান ও অন্যান্য শহরে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর একাধিক বিমান হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

ইসরায়েলের সরকারি তথ্য অনুযায়ী, ইরানের হামলায় এখন পর্যন্ত ২৫ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। বিপরীতে, ইরানি গণমাধ্যমের হিসাব বলছে, ইসরায়েলি বিমান হামলায় তাদের দেশে নিহত হয়েছে ৬৩৯ জন এবং আহত হয়েছে ১৩০০’র বেশি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে গুলি ও হামলা, আহত ১

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই মোসাদের ৫৪ গুপ্তচর গ্রেপ্তার করল ইরান

আপডেট সময় ০৮:৫৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

ইরান-ইসরায়েলের চলমান সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। সামরিক ও গোয়েন্দা অঙ্গনে টানা পাল্টাপাল্টি হামলার পাশাপাশি এবার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে ৫৪ জন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান।

শনিবার (২১ জুন) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়। অভিযুক্তদের বিরুদ্ধে শত্রু রাষ্ট্রের হয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, গুজব ছড়িয়ে অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

খুজেস্তানের প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মোসাদের সরাসরি নির্দেশনায় কার্যক্রম চালানোর বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে। তারা ইরানের ভেতরে বিভ্রান্তি ছড়ানো ও সামাজিক অস্থিরতা তৈরির লক্ষ্যে কাজ করছিল বলে দাবি করা হয়।

এর আগে, ইরান-ইসরায়েল যুদ্ধাবস্থার অংশ হিসেবে ১৩ জুন থেকে শুরু হওয়া সামরিক সংঘাতে ইসরায়েল তেহরান ও অন্যান্য শহরে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর একাধিক বিমান হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

ইসরায়েলের সরকারি তথ্য অনুযায়ী, ইরানের হামলায় এখন পর্যন্ত ২৫ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। বিপরীতে, ইরানি গণমাধ্যমের হিসাব বলছে, ইসরায়েলি বিমান হামলায় তাদের দেশে নিহত হয়েছে ৬৩৯ জন এবং আহত হয়েছে ১৩০০’র বেশি