বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘জামায়াত এক আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না, করবে না।’
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যার পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের খলিল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের কাছে ইসলামের আদর্শিক সৌন্দর্য পৌঁছে দিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। জনগণ এখন জানে সন্ত্রাস-চাঁদাবাজদের গডফাদার কারা। আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তাদের বয়কট করবে।
নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, “জামায়াত ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বুলেটের সামনে বুক পেতে দিতে দ্বিধা করেনি, এখনকার চুনোপুঁটিকেও ভয় করে না, পরোয়া করে না। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সকল অপশক্তিকে রুখে দেবে। নতুন বাংলাদেশ গড়বেই, ইনশাআল্লাহ।”
তিনি প্রতিশ্রুতি দেন, জনগণ সুযোগ দিলে চাঁপাইনবাবগঞ্জে শহর-গ্রামের বৈষম্য দূর করা হবে এবং রাষ্ট্রীয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।
বুলবুল বলেন, “শুধু জনগণের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করায় বিগত ১৭ বছরে এক রাতও নিজ ঘরে ঘুমাতে পারিনি। শুধু আমি নই, জামায়াতে ইসলামীর লাখো নেতাকর্মী বাড়িঘর ছাড়া হয়েছেন।”
তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর শীর্ষ ১১ নেতা মিথ্যা মামলায় বিচারিক হত্যার শিকার হয়েছেন, কিন্তু কেউ ফ্যাসিবাদের কাছে মাথানত করেননি।
বুলবুল আরও বলেন, “ইমাম-মুয়াজ্জিন ও সাধারণ মুসল্লিদের দাঁড়ি-টুপি দেখলেই জামায়াত-শিবির আখ্যা দিয়ে নির্যাতন চালানো হয়েছে। খুন-গুম, কারা নির্যাতন—সবকিছুর পরও জনগণ থেকে জামায়াতকে বিচ্ছিন্ন করা যায়নি, যাবে না।”
সভায় সভাপতিত্ব করেন রানীহাটি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যাপক মো. মোখলেশুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক মো. আবু বকর এবং সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম।

ডেস্ক রিপোর্ট 





















