বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ উপলক্ষে ঢাবি মহসিন হলের মাঠে বুধবার (২৪ সেপ্টেম্বর) এক সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
তিনি বলেন, এতদিন বাংলাদেশ ভারতের আধিপত্যের মধ্যে ছিল। জুলাই বিপ্লবের মাধ্যমে সেই আধিপত্য ভেঙে গেছে। “আজকে আমরা বিশ্বাস করি জিতব,” বলেন তিনি।
সাদিক কায়েম আরও বলেন, “আজকে শুধু ভারতের বিরুদ্ধে ১১ জন খেলছে না, খেলছে ১৮ কোটি মানুষ।”
ঢাবি ভিপির এই বক্তব্যে মাঠে উপস্থিত শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ম্যাচকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।