অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল ও সমাবেশ করে আসছেন। সাম্প্রতিক সময়ে এ ধরনের বেশ কয়েকটি বড় মিছিলও হয়েছে। তবে এবার এ কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ঝটিকা মিছিল ঠেকাতে বাড়ানো হবে গ্রেফতার তৎপরতা।
সোমবার (২৭ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের ‘হল অব প্রাইড’ কনফারেন্স রুমে বাংলাদেশ পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিষয়টি তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, ‘ফ্যাসিস্ট’ হিসেবে চিহ্নিত একটি গোষ্ঠী সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। অনেকে জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়াচ্ছে। তাদের অপপ্রচার, অপরাজনীতি ও ঝটিকা মিছিল প্রতিহত করতে গ্রেফতার কার্যক্রম জোরদার করতে হবে বলে তিনি নির্দেশনা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অধীনস্থ বাহিনীর পেশাদারত্ব, শৃঙ্খলা ও টিম স্পিরিট বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যারা দায়িত্ব পালনে শৃঙ্খলা মানছে না বা সরকারের প্রতি অসম্মান প্রদর্শন করছে, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে।
তিনি জেলা পর্যায়ে ঘন ঘন কোর কমিটির সভা আহ্বান, রাজনৈতিক হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহার ও মিথ্যা মামলা দ্রুত নিষ্পত্তি করার আহ্বান জানান। পাশাপাশি স্পেশাল ব্রাঞ্চকে আরও সক্রিয় করে জেলার পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেন।
থানা থেকে লুট হওয়া, হারানো বা অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করতে হবে। অগ্নিকাণ্ডসহ দুর্ঘটনার হার বৃদ্ধি পাওয়ায় সতর্কতাও বাড়াতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা সতর্ক করে বলেন, পুলিশের ওপর আক্রমণ কোনোভাবেই সহ্য করা হবে না। সাইবার অপরাধ বৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে তিনি তরুণ পুলিশ সদস্যদের এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মানদণ্ড স্থাপনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। আইন প্রয়োগে শক্তির পাশাপাশি ন্যায়, নিষ্ঠা ও মানবিকতার মূল্যবোধ ধারণ করার আহ্বানও জানান তিনি।
সভায় পুলিশের বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও পুলিশ সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 

























