ঢাকা , বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্লাসে ঢুকে ডাস্টার দিয়ে ছাত্রীকে মেরে মাথা ফাটালেন শিক্ষক বোরকা ছাড়া হাসপাতালে প্রবেশের অনুমতি নেই আফগান নারীদের ড. ইউনূস সরকার হ’টা’নোর পরিকল্পনা নিয়ে হাসিনা-পুতুলের ত’র্কাত’র্কি লকডাউন নিয়ে বিভক্ত আ.লীগ, হামলার ছক কষছে এক পক্ষ রাজশাহীতে টায়ারে আগুন দিতে গিয়ে দগ্ধ ছাত্রদল নেতা শহীদুল স্থায়ীভাবে বহিষ্কার ঢাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, ‘লকডাউন’ ঘিরে সর্বোচ্চ সতর্কতা জারি দিল্লিতে শেখ হাসিনার গোপন বৈঠক: দেশ destabilize করার পরিকল্পনা ফাঁস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় তালা ঝুলিয়ে ‘লকডাউন সফল’ আহ্বান ছাত্রলীগের 🇸🇦 ২০২৬ সালের হজচুক্তি স্বাক্ষরিত: বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন ১৩ নভেম্বর কী হবে ঢাকায়, চিন্তায় কলকাতার আ.লীগ নেতারাও

রাষ্ট্রপতির স্বাক্ষর নয়, জুলাই সনদে স্বাক্ষর করতে হবে ড. ইউনূসকেই: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত যে কোনো আদেশ জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরে প্রকাশ করতে হবে। রাষ্ট্রপতির স্বাক্ষরে সেই আদেশ বৈধতা পাবে না বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার দুপুরে রাজশাহীর পর্যটন মোটেলে রাজশাহী বিভাগের আট জেলা ও মহানগর সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বৈঠকের আগে এসব কথা বলেন নাহিদ।

তিনি বলেন, “জুলাই সনদে স্বাক্ষরের জন্য আমরা অপেক্ষা করছি। গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ড. ইউনূস এই আদেশে স্বাক্ষর করবেন। বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির এমন আদেশ সাংঘর্ষিক হবে।”

তিনি আরও জানান, সংস্কারের বিপক্ষে থাকা বা ইতিহাসে দায়বদ্ধ কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি জোট করবে না। “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো শক্তির সঙ্গে জোট হওয়া যায় না। সব সিদ্ধান্ত হবে কঠোর নীতিমালার ভিত্তিতে,” যোগ করেন তিনি।

এনসিপিকে নির্বাচন প্রতীক ‘শাপলা’ না দেওয়ার সিদ্ধান্তকে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা উল্লেখ করে নাহিদ বলেন, “রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে শাপলা প্রতীক আটকে রাখা হচ্ছে। যদি আদায় করতেই হয়, তা রাজপথেই হবে।”

নির্বাচনি পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ফ্যাসিবাদী ও বৈদেশিক শক্তি নির্বাচনে ষড়যন্ত্র করতে পারে। আওয়ামী লীগ ও কিছু বহিরাগত শক্তি নির্বাচন বানচালের চেষ্টা চালাতে পারে বলেও তিনি আশঙ্কা ব্যক্ত করেন। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার এবার আগের মতো নয়। ড. ইউনূসের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আওয়ামী লীগ বা ভারতের প্রভাবের প্রশ্নে জামায়াত-বিএনপির একক নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ এগোতে পারবে না। তরুণ ও নতুন প্রজন্মের অংশগ্রহণই সামনে পরিবর্তনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় এনসিপির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্লাসে ঢুকে ডাস্টার দিয়ে ছাত্রীকে মেরে মাথা ফাটালেন শিক্ষক

রাষ্ট্রপতির স্বাক্ষর নয়, জুলাই সনদে স্বাক্ষর করতে হবে ড. ইউনূসকেই: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

আপডেট সময় ০৭:৪৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত যে কোনো আদেশ জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরে প্রকাশ করতে হবে। রাষ্ট্রপতির স্বাক্ষরে সেই আদেশ বৈধতা পাবে না বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার দুপুরে রাজশাহীর পর্যটন মোটেলে রাজশাহী বিভাগের আট জেলা ও মহানগর সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বৈঠকের আগে এসব কথা বলেন নাহিদ।

তিনি বলেন, “জুলাই সনদে স্বাক্ষরের জন্য আমরা অপেক্ষা করছি। গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ড. ইউনূস এই আদেশে স্বাক্ষর করবেন। বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির এমন আদেশ সাংঘর্ষিক হবে।”

তিনি আরও জানান, সংস্কারের বিপক্ষে থাকা বা ইতিহাসে দায়বদ্ধ কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি জোট করবে না। “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো শক্তির সঙ্গে জোট হওয়া যায় না। সব সিদ্ধান্ত হবে কঠোর নীতিমালার ভিত্তিতে,” যোগ করেন তিনি।

এনসিপিকে নির্বাচন প্রতীক ‘শাপলা’ না দেওয়ার সিদ্ধান্তকে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা উল্লেখ করে নাহিদ বলেন, “রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে শাপলা প্রতীক আটকে রাখা হচ্ছে। যদি আদায় করতেই হয়, তা রাজপথেই হবে।”

নির্বাচনি পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ফ্যাসিবাদী ও বৈদেশিক শক্তি নির্বাচনে ষড়যন্ত্র করতে পারে। আওয়ামী লীগ ও কিছু বহিরাগত শক্তি নির্বাচন বানচালের চেষ্টা চালাতে পারে বলেও তিনি আশঙ্কা ব্যক্ত করেন। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার এবার আগের মতো নয়। ড. ইউনূসের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আওয়ামী লীগ বা ভারতের প্রভাবের প্রশ্নে জামায়াত-বিএনপির একক নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ এগোতে পারবে না। তরুণ ও নতুন প্রজন্মের অংশগ্রহণই সামনে পরিবর্তনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় এনসিপির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।