বুধবার একটি উচ্চপর্যায়ের বৈঠকে মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী নির্বাচনে সামাজিক মাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ভেতর ও বাহির থেকে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হবে।
তিনি জানান, এ ধরনের অপপ্রচারে এআই তৈরি ছবি-ভিডিও ব্যবহার হতে পারে এবং তা দ্রুত ঠেকাতে হবে যাতে তা দ্রুত ছড়িয়ে না পড়ে।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনে ভুয়া তথ্য ও অপতথ্য মোকাবিলায় উপজেলা পর্যায়ে পর্যন্ত দুটি কমিটি গঠন করা হবে, যারা অপপ্রচার দ্রুত শনাক্ত ও যাচাই করবে।
এছাড়া আইসিটি মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়কে কারিগরি সহায়তা-দানে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে যদি সুন্দর ও উৎসবমুখর করতে হয়, তাহলে ভোটদাতাদের কাছে নির্বাচনী নীতিমালা, ভোটকেন্দ্রের নিয়ম, ভোট প্রয়োগ পদ্ধতি, কোথায় বিশৃঙ্খলা হলে কী করণীয়— এসব বিষয় সচেতন করতে হবে।
এই উদ্দেশ্যে নির্বাচন কমিশন ও সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্বাচনী মনযোগী টিভিসি বা ডকুমেন্টারি তৈরির দায়িত্বও দেওয়া হয়েছে।
মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা-দায়িত্ব ইত্যাদিতে גם আলোচনা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 

























