অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়েছেন।
সোমবার স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করেন।
ড. ইউনূস জানান, বাংলাদেশে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। জবাবে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
এ ছাড়া বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

ডেস্ক রিপোর্ট 



















