ঢাকা , শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফের ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালে তেহরান জ্বলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী  আর কোনোদিন এয়ার ইন্ডিয়ার বিমানে উঠব না: ওয়ার্নার বাংলাদেশ–লাগোয়া ধুবড়িতে ‘দুষ্কৃতকারীদের’ দেখামাত্র গুলির নির্দেশ দিলেন আসামের মুখ্যমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস ইসরায়েলি হামলায় ইরানের আরও দুই জেনারেল নিহত ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক স্বস্তি ফিরিয়ে এনেছে: দুদু ইরানের পর এবার ইসরায়েলে রকেট হামলা চালালো আরেক মুসলিম দেশ! ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ড. ইউনূস-তারেক রহমান বৈঠক ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক: প্রেসসচিব ইসরাইলি ‘আগ্রাসন’ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের

চোখের চিকিৎসায় ব্যাংককে মির্জা ফখরুল, ঈদের আগে দেশে ফেরা অনিশ্চিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

চোখের চিকিৎসার জন্য গত ২১ দিন ধরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এখনো নিশ্চিত নয় কবে দেশে ফিরবেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ৬ জুন (শুক্রবার) পর্যন্ত তাকে বিমানে ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে।

বিএনপি ও পারিবারিক সূত্র জানিয়েছে, ৬ জুন মির্জা ফখরুলের চোখের অস্ত্রোপচারের পরবর্তী ফলোআপ নির্ধারিত রয়েছে। ওই দিন চিকিৎসকের চূড়ান্ত অনুমতির পরই তার দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “আগামী ৬ জুন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখের চিকিৎসার ফলোআপ রয়েছে। চিকিৎসকের অনুমতির ওপর তার দেশে ফেরা নির্ভর করছে।”

এর আগে গত ২৭ মে মির্জা ফখরুলের বড় মেয়ে শামারুহ মির্জা জানান, “চোখের সমস্যার কারণে ৬ জুন পর্যন্ত বাবাকে উচ্চতায় ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে।”

প্রসঙ্গত, এবারের ঈদুল আজহা আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। ফলে ৬ জুন চিকিৎসকের কাছ থেকে ছাড়পত্র না পেলে ঈদের আগেই দেশে ফেরা সম্ভব নাও হতে পারে মির্জা ফখরুলের।

গত ১৩ মে ব্যাংককে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম। ব্যাংকক থেকে থাকলেও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভাসহ কয়েকটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন তিনি। এছাড়া দলের সাপ্তাহিক স্থায়ী কমিটির বৈঠকেও ভার্চুয়ালি যুক্ত হন মির্জা ফখরুল।

দলের শীর্ষ নেতাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ঈদ উদযাপন করবেন। আর মির্জা ফখরুল ঈদের আগে দেশে ফিরতে না পারলে বিএনপির দুই শীর্ষ নেতা দেশের বাইরে ঈদ করবেন। এদিকে, দলের চেয়ারপারসন খালেদা জিয়া বরাবরের মতো এবারও গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফের ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালে তেহরান জ্বলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী 

চোখের চিকিৎসায় ব্যাংককে মির্জা ফখরুল, ঈদের আগে দেশে ফেরা অনিশ্চিত

আপডেট সময় ১১:০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

চোখের চিকিৎসার জন্য গত ২১ দিন ধরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এখনো নিশ্চিত নয় কবে দেশে ফিরবেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ৬ জুন (শুক্রবার) পর্যন্ত তাকে বিমানে ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে।

বিএনপি ও পারিবারিক সূত্র জানিয়েছে, ৬ জুন মির্জা ফখরুলের চোখের অস্ত্রোপচারের পরবর্তী ফলোআপ নির্ধারিত রয়েছে। ওই দিন চিকিৎসকের চূড়ান্ত অনুমতির পরই তার দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “আগামী ৬ জুন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখের চিকিৎসার ফলোআপ রয়েছে। চিকিৎসকের অনুমতির ওপর তার দেশে ফেরা নির্ভর করছে।”

এর আগে গত ২৭ মে মির্জা ফখরুলের বড় মেয়ে শামারুহ মির্জা জানান, “চোখের সমস্যার কারণে ৬ জুন পর্যন্ত বাবাকে উচ্চতায় ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে।”

প্রসঙ্গত, এবারের ঈদুল আজহা আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। ফলে ৬ জুন চিকিৎসকের কাছ থেকে ছাড়পত্র না পেলে ঈদের আগেই দেশে ফেরা সম্ভব নাও হতে পারে মির্জা ফখরুলের।

গত ১৩ মে ব্যাংককে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম। ব্যাংকক থেকে থাকলেও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভাসহ কয়েকটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন তিনি। এছাড়া দলের সাপ্তাহিক স্থায়ী কমিটির বৈঠকেও ভার্চুয়ালি যুক্ত হন মির্জা ফখরুল।

দলের শীর্ষ নেতাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ঈদ উদযাপন করবেন। আর মির্জা ফখরুল ঈদের আগে দেশে ফিরতে না পারলে বিএনপির দুই শীর্ষ নেতা দেশের বাইরে ঈদ করবেন। এদিকে, দলের চেয়ারপারসন খালেদা জিয়া বরাবরের মতো এবারও গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করবেন।