ঢাকা , শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই সনদ ছাড়া নির্বাচন নয়”—তারেক-ইউনূস বৈঠক নিয়ে প্রতিক্রিয়া দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ইরানে ইসরায়েলি হামলার পর অজ্ঞাত স্থানে নেতানিয়াহু, নিহত ইরানের শীর্ষ জেনারেলরা ইরানে ইসরায়েলের হামলাকে ‘আইন লঙ্ঘন’ বললো জর্ডান, তীব্র প্রতিক্রিয়ায় মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক মহল ভাড়া গাড়ীতে প্রেসের স্টিকার,  সেনাবাহিনীর হাতে ধরা, করা হলো জরিমানা তারেক রহমান বললেন, খালেদা জিয়া ও ড. ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন বিএনপির সহযোগিতা এখন অভিশাপ: গলাচিপায় অবরুদ্ধের পর ক্ষোভে ফুঁসলেন ভিপি নুর” ইরানে ইসরায়েলি হামলায় শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীদের নিহতের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও শোক প্রকাশ “বাংলার আকাশে মেঘ জমলে জিয়া পরিবার বৃষ্টি হয়ে আসে”—ছাত্রদল সম্পাদক নাছির উদ্দীনের মন্তব্য “কেয়ামত পর্যন্তও গৃহস্থালিতে গ্যাস-সংযোগ নয়” — জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান আহমেদাবাদের যানজটই বাঁচাল জীবন—ভূমি চৌহান

আরাফার দিনে রোজা রাখলেন হামজা চৌধুরী, জাতীয় দলের ম্যাচের পর রিকভারির দিনে পালন ধর্মীয় আনুগত্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

পবিত্র হজের দিন আজ আরাফা। লাখো হাজির কণ্ঠে আজ মুখরিত আরাফার ময়দান “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে। হজে অংশ নিতে না পারলেও মুসলিমবিশ্বে এই দিনে নফল রোজা রাখার গুরুত্ব অনেক। সেই আমলে শামিল হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরীও।

ভুটানের বিপক্ষে বুধবারের ম্যাচে বাংলাদেশ জিতেছে ২-০ গোলে, যেখানে দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেই মাত্র ৬ মিনিটে গোল করেছেন হামজা। ম্যাচের পরদিন বৃহস্পতিবার অনুশীলন নেই বাংলাদেশ দলের। খেলোয়াড়েরা হোটেলে রিকভারি সেশনে অংশ নিচ্ছেন। দিনটিতে অনুশীলন না থাকায় এবং রিকভারি শেষে সময় মেলায় হামজা রেখেছেন আরাফার দিনের রোজা।

ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা হলেও হামজা ধর্মীয় বিষয়ে বেশ সচেতন। তার প্রথম সংবাদ সম্মেলন শুরু করেন সালাম দিয়ে, মোনাজাত ধরে স্রষ্টার সাহায্য প্রার্থনা করেন প্রতিটি ম্যাচের আগে। ২০২১ সালে এফএ কাপ জয়ের পর ওয়েম্বলি স্টেডিয়ামে উড়িয়েছিলেন ফিলিস্তিনের পতাকা, চলমান ফিলিস্তিন সংকটে বরাবরই রেখেছেন সোচ্চার অবস্থান।

আজকের রোজায় হামজা একা নন। বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমের খান এবং টিম অ্যাটেনডেন্ট মোহাম্মদ মহসিনও পালন করছেন সিয়াম।

বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে আগামী ১০ জুন, প্রতিপক্ষ সিঙ্গাপুর। প্রস্তুতি শুরু হবে আগামীকাল শুক্রবার থেকে। এমনকি ঈদের দিনও সন্ধ্যায় অনুশীলনে নামতে হতে পারে জাতীয় দলকে, সকালেই ঈদ উদযাপন সেরে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ ছাড়া নির্বাচন নয়”—তারেক-ইউনূস বৈঠক নিয়ে প্রতিক্রিয়া দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

আরাফার দিনে রোজা রাখলেন হামজা চৌধুরী, জাতীয় দলের ম্যাচের পর রিকভারির দিনে পালন ধর্মীয় আনুগত্য

আপডেট সময় ০৮:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

পবিত্র হজের দিন আজ আরাফা। লাখো হাজির কণ্ঠে আজ মুখরিত আরাফার ময়দান “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে। হজে অংশ নিতে না পারলেও মুসলিমবিশ্বে এই দিনে নফল রোজা রাখার গুরুত্ব অনেক। সেই আমলে শামিল হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরীও।

ভুটানের বিপক্ষে বুধবারের ম্যাচে বাংলাদেশ জিতেছে ২-০ গোলে, যেখানে দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেই মাত্র ৬ মিনিটে গোল করেছেন হামজা। ম্যাচের পরদিন বৃহস্পতিবার অনুশীলন নেই বাংলাদেশ দলের। খেলোয়াড়েরা হোটেলে রিকভারি সেশনে অংশ নিচ্ছেন। দিনটিতে অনুশীলন না থাকায় এবং রিকভারি শেষে সময় মেলায় হামজা রেখেছেন আরাফার দিনের রোজা।

ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা হলেও হামজা ধর্মীয় বিষয়ে বেশ সচেতন। তার প্রথম সংবাদ সম্মেলন শুরু করেন সালাম দিয়ে, মোনাজাত ধরে স্রষ্টার সাহায্য প্রার্থনা করেন প্রতিটি ম্যাচের আগে। ২০২১ সালে এফএ কাপ জয়ের পর ওয়েম্বলি স্টেডিয়ামে উড়িয়েছিলেন ফিলিস্তিনের পতাকা, চলমান ফিলিস্তিন সংকটে বরাবরই রেখেছেন সোচ্চার অবস্থান।

আজকের রোজায় হামজা একা নন। বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমের খান এবং টিম অ্যাটেনডেন্ট মোহাম্মদ মহসিনও পালন করছেন সিয়াম।

বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে আগামী ১০ জুন, প্রতিপক্ষ সিঙ্গাপুর। প্রস্তুতি শুরু হবে আগামীকাল শুক্রবার থেকে। এমনকি ঈদের দিনও সন্ধ্যায় অনুশীলনে নামতে হতে পারে জাতীয় দলকে, সকালেই ঈদ উদযাপন সেরে।