যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, বাংলাদেশ যেন আর কখনো ‘আয়নাঘর’ নামের ভয়ংকর অপশাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে না যায়। সেইসঙ্গে অতীতের গুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।
শুক্রবার (৪ জুলাই) রাতে সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় চৌধুরী আলম, এম ইলিয়াস আলীসহ গুম হওয়া বিএনপি নেতাদের স্মরণ করে এম এ মালিক বলেন, “তারা যেন ফিরে আসেন—এটাই আমাদের প্রার্থনা। আমি বিশ্বাস করি, সাংবাদিকদের লেখনী ও ক্যামেরার সাহসিকতায় এই মানুষগুলোকে ফিরিয়ে আনা সম্ভব।”
তিনি আরও বলেন, ‘আমরা এমন এক সাংবাদিকতা চাই, যা রাষ্ট্রের সৎ এবং গণতান্ত্রিক কাঠামো রক্ষার জন্য নিউক্লিয়াস থেকেও শক্তিশালী ভূমিকা রাখবে।’
সভায় মালিক অভিযোগ করেন, বিগত বছরগুলোতে বহু মানুষ ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন, গুম হয়েছেন, আর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদ—যেমন রামপাল, সমুদ্রবন্দর ও করিডর—বিদেশি নিয়ন্ত্রণে চলে গেছে। “এসব অপশাসন যাতে আবার ফিরে না আসে, সে জন্য আমাদের সজাগ থাকতে হবে,” বলেন তিনি।
আসন্ন রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করে এম এ মালিক জানান, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এরই মধ্যে বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশে নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম, যারা ১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা অবশেষে ভোট দিতে পারবে ইনশাআল্লাহ।”