মোঃনয়ন ইসলাম মানজার
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে মাছ ধরার ট্রলার থেকে পড়ে মো. রাজ্জাক মল্লিক (৪৫) নামের এক জেলে মারা গেছেন।
শনিবার (৫ জুলাই) বিকেলে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক মল্লিক পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি মৃত ইউসুফ মল্লিকের ছেলে এবং একই এলাকার মুকুল সাহার মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষে রাজ্জাক সাগর থেকে পানি তুলতে যান। এ সময় ভারি ঢেউয়ের তোড়ে তিনি হঠাৎ ট্রলার থেকে পড়ে যান এবং মুহূর্তেই দৃষ্টির আড়ালে চলে যান।
ট্রলারে থাকা অন্যান্য জেলেরা প্রায় ৩০ মিনিট খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
রাজ্জাকের মৃত্যুতে তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিম হাওলাদার জানান, “স্থানীয় ইউপি সদস্য আমাদের ফোনে বিষয়টি জানিয়েছেন। মরদেহ এখনও তীরে পৌঁছেনি। মরদেহ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”