গোলান মালভূমিতে কর্তব্যরত অবস্থায় ভিমরুলের কামড়ের শিকার হয়ে এক ইসরায়েলি সৈন্যের মৃত্যু হয়েছে। সামরিক সূত্রে জানা যায়, কামড়ের ফলে তীব্র অ্যালার্জি জনিত প্রতিক্রিয়া দেখা দিলে তাকে দ্রুত নিকটস্থ সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। তবে অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সামরিক সেন্সরশিপের কারণে নিহত সৈন্যের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্তের আশ্বাস দিয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























