ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ২০ দফার যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করেন। শুক্রবার হামাস শর্তসাপেক্ষে এই প্রস্তাবে রাজি হওয়ার ঘোষণা দেয়। ট্রাম্প এর পর বিবৃতি দিয়ে বলেন, হামাস শান্তি চায়, এখন দুই পক্ষের সম্মতিতে যুদ্ধবিরতি কার্যকর হবে।
মার্কিন কর্মকর্তার বরাতে এক্সিওস জানিয়েছে, হামাসের জবাব পাওয়ার পর ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে বলেন। নেতানিয়াহু মন্তব্য করেন, হামাসের শর্তসাপেক্ষে রাজি হওয়ার অর্থ প্রস্তাব প্রত্যাখ্যান করা, তাই উল্লাস করার কিছু নেই।

ডেস্ক রিপোর্ট 

























