জনপ্রিয় মার্কিন রক ব্যান্ড নির্ভানার বিশ্ব-আলোচিত অ্যালবাম ‘নেভারমাইন্ড’ মুক্তি পেয়েছিল ১৯৯১ সালে, যা ইতিহাসের অন্যতম সর্বাধিক বিক্রিত অ্যালবাম। এর কভারে পানির নিচে নগ্ন অবস্থায় সাঁতার কাটতে থাকা চার মাস বয়সী শিশুটি ছিলেন স্পেন্সার এলডেন।
বড় হয়ে সেই এলডেনই ২০২১ সালে নির্ভানা ব্যান্ড ও আলোকচিত্রী কার্ক ওয়েডলের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি প্রচার ও যৌন শোষণের অভিযোগে মামলা দায়ের করেন।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে যুক্তরাষ্ট্রের এক বিচারক মামলাটি খারিজ করে দিয়েছেন। বিচারকের পর্যবেক্ষণে বলা হয়, “না ভঙ্গি, না মূল ফোকাস, না পরিবেশ, না সামগ্রিক প্রেক্ষাপট—কিছুই ‘নেভারমাইন্ড’ অ্যালবামের কভারকে যৌনতা হিসেবে উপস্থাপন করে না।”

ডেস্ক রিপোর্ট 

























