বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদের রাতে দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার (৭ জুন) রাতে রাজধানীর গুলশানে তার ব্যক্তিগত বাসভবন ‘ফিরোজা’য় এই সাক্ষাতের আয়োজন হয়।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,
“এটা আজকে আমাদের জন্য আনন্দের মুহূর্ত। আমাদের নেত্রীকে কেন্দ্র করে আমরা দীর্ঘকাল রাজনীতি করেছি এবং তার নেতৃত্বে বিএনপি অনেক সফলতা অর্জন করেছে। তিনি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছেন। এমন একজন নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি, তখন নতুন করে অনুপ্রাণিত হই।”
মির্জা ফখরুল আরও বলেন,
“গণতন্ত্রের প্রতি তার অবিচল আস্থা রয়েছে, যা তিনি প্রতিটি কথায় প্রকাশ করেন। তার বিশ্বাস, গণতান্ত্রিক পদ্ধতির বাইরে কোনো ব্যবস্থাই দেশের মঙ্গল বয়ে আনতে পারে না।”
তিনি জানান,
“ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন। আমরা সবাই সন্তুষ্টচিত্তে ফিরে যাচ্ছি। আরও সিনিয়র নেতারা পরবর্তীতে তার সঙ্গে সাক্ষাৎ করবেন।”