ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়ার সেনারা লড়ছে—এমন দাবি আগেই উঠেছিল। এবার সেই সঙ্গে চীনের সহযোগিতার অভিযোগও তুলেছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনের দাবি, বেইজিং রাশিয়াকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে, যা যুদ্ধক্ষেত্রে মস্কোকে বাড়তি সুবিধা দিচ্ছে।
ইউক্রেনের বিদেশি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ওলেহ আলেকসান্ড্রোভ দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইউক্রিনফোকে জানান, টার্গেটের স্যাটেলাইট তথ্য রাশিয়াকে দিচ্ছে চীন।
এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দৃঢ় জবাব দেন—“রাশিয়ার নিজস্ব মহাকাশ সক্ষমতা রয়েছে। বিশেষ সামরিক অভিযান পরিচালনায় অন্য কারও সহায়তার প্রয়োজন নেই।”

ডেস্ক রিপোর্ট 

























