গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক অভিযাত্রীদের একাংশ স্পেনে ফিরে এসে জানিয়েছেন ভয়াবহ ও তিক্ত অভিজ্ঞতার কথা।
সোমবার (৬ অক্টোবর) রাতে দেশে ফিরে তারা ইসরায়েলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন।
স্প্যানিশ আইনজীবী রাফায়েল বোরেগো জানান, “আমাদের মারধর করা হয়েছে, মাটিতে টেনে হিঁচড়ে নেয়া হয়েছে, চোখ ও হাত-পা বেঁধে খাঁচায় আটকে রাখা হয়েছে এবং গালাগাল করা হয়েছে।”
ফ্লোটিলায় থাকা বার্সেলোনার সাবেক মেয়র আডা কলাউ বলেন, “আমরা নির্যাতনের শিকার হয়েছি, তবে ফিলিস্তিনিদের প্রতিদিনের যন্ত্রণা তার চেয়ে বহু গুণ বেশি।”
অন্যদিকে সাংবাদিক কার্লোস দে বাররন ও নেস্টর প্রিয়েতো অভিযোগ করেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ জোর করে তাদের দিয়ে এমন নথিতে সই করিয়েছে যাতে লেখা ছিল, তারা নাকি অবৈধভাবে ইসরায়েলে প্রবেশ করেছিলেন।
প্রিয়েতো বলেন, “তারা হিব্রু ভাষায় লেখা কাগজ আমাদের সামনে দেয়, কিন্তু অনুবাদক বা কনসুলার সহায়তা নিতে দেয়নি। এমনকি আশদোদ বন্দরে স্প্যানিশ কনসুলকেও প্রবেশ করতে দেয়নি।”

ডেস্ক রিপোর্ট 
























