মিসরে অনানুষ্ঠানিক আলোচনায় বসা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি নিয়ে আলোচনা করছেন। হামাসের মুখপাত্র ফাওজি বারহোম জানিয়েছেন তাদের প্রতিনিধিরা “সব বাধা অতিক্রম” করার চেষ্টা করছেন এবং যুদ্ধবিরতির জন্য সংগঠনটির মূল শর্তগুলো তারা ইতোমধ্যে উপস্থাপন করেছে। প্রধান শর্তগুলোর সারমর্ম নিচে দেওয়া হলো—
- একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।
- ইসরায়েলি সেনাবাহিনী গাজার সব এলাকা থেকে প্রত্যাহার করবে।
- কোনো বাধা ছাড়াই গাজায় ত্রাণ পৌঁছতে দেওয়া হবে।
- বাস্তুচ্যুত সাধারণ গাজাবাসীকে তাদের নিজ বাড়িতে ফিরতে পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে।
- গাজা পুনর্গঠনের কাজ শুরু করতে হবে, যার তত্ত্বাবধান করবে একটি ফিলিস্তিনি জাতীয় প্রশাসন।
- বন্দি বিনিময়ে একটি ন্যায্য চুক্তি করা হবে।
বারহোম অভিযোগ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেও যুদ্ধবিরতি “আটকানো ও ব্যর্থ” করে দেওয়ার চেষ্টা করেছেন—এবারও তিনি একই রকম বাধা সৃষ্টি করছেন বলে দাবি করেছেন। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের সীমাহীন সমর্থন সত্ত্বেও ইসরায়েল গাজায় “জয়ের ভুয়া ভাবমূর্তি” তৈরি করতে পারেনি এবং করতে পারবে না।

ডেস্ক রিপোর্ট 

























