সুইডেনের স্টকহোমে যখন সোমবার নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা হচ্ছিল, তখন যুক্তরাষ্ট্রের মন্টানায় হাইকিংয়ে ব্যস্ত ছিলেন ফ্রেড র্যামসডেল। মোবাইল ফোনটি ছিল এয়ারপ্লেন মোডে—তাই নোবেল কমিটির একাধিক ফোনকলও তিনি পাননি।
হাইকিংয়ের ফাঁকে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ তাঁর স্ত্রী লরা ও’নিল চিৎকার শুরু করেন। র্যামসডেল ভেবেছিলেন, হয়তো কোনো ভালুক দেখা গেছে! কিন্তু পরক্ষণেই লরা চিৎকার করে বলেন, “তুমি নোবেল জিতেছো!”
নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে র্যামসডেল বলেন, তাঁর স্ত্রী ফোন হাতে নিয়ে দেখেন, ২০০টিরও বেশি অভিনন্দনবার্তা এসেছে। তখনই তারা বুঝতে পারেন খবরটা সত্যি—নোবেল কমিটি আগের রাতেই স্থানীয় সময় রাত দুইটায় তাঁকে ফোন করেছিল।

ডেস্ক রিপোর্ট 
























