ঢাকা , শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ–লাগোয়া ধুবড়িতে ‘দুষ্কৃতকারীদের’ দেখামাত্র গুলির নির্দেশ দিলেন আসামের মুখ্যমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস ইসরায়েলি হামলায় ইরানের আরও দুই জেনারেল নিহত ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক স্বস্তি ফিরিয়ে এনেছে: দুদু ইরানের পর এবার ইসরায়েলে রকেট হামলা চালালো আরেক মুসলিম দেশ! ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ড. ইউনূস-তারেক রহমান বৈঠক ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক: প্রেসসচিব ইসরাইলি ‘আগ্রাসন’ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদ এজেন্টের টাকা ছিনতাই পুলিশের কাছে ভারি মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পটুয়াখালীর ‘টয়লেট নাঈম’ আটক: ছাত্রদলের হাতে ধরা পড়ে পুলিশের কাছে সোপর্দ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকিতে বহুল আলোচিত ও সমালোচিত ছাত্রলীগ নেতা নাঈম ওরফে “টয়লেট নাঈম”–কে জনতার সহায়তায় আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে উপজেলা ছাত্রদল। শুক্রবার (৭ জুন) বিকেলে লেবুখালি পায়রা সেতু সংলগ্ন এলাকা থেকে তাকে ধাওয়া করে আটক করা হয়।

নাঈম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবেও কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাঈমকে সেতু এলাকায় ঘোরাঘুরি করতে দেখে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধাওয়া করে ধরে ফেলেন। এ সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ ও স্থানীয় বহু ছাত্র ও সাধারণ মানুষ।

একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “নাঈম টয়লেট আর টিউবওয়েলের টাকাও আত্মসাৎ করেছে! এর চেয়ে লজ্জাজনক আর কী হতে পারে? এরকম লোকদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।”

ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, “আওয়ামী দোসররা দুমকিকে একপ্রকার লুটপাটের জোনে পরিণত করেছে। ‘টয়লেট নাঈম’ তার বড় প্রমাণ। আমরা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে দেখিয়ে দিয়েছি—অপরাধী যেই হোক, ছাড় নেই।”

নাঈমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বিশেষ করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিনের জাল স্বাক্ষর ব্যবহার করে সরকারি বরাদ্দ উত্তোলনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আটক ব্যক্তিকে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ যাচাই-বাছাই করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ–লাগোয়া ধুবড়িতে ‘দুষ্কৃতকারীদের’ দেখামাত্র গুলির নির্দেশ দিলেন আসামের মুখ্যমন্ত্রী

পটুয়াখালীর ‘টয়লেট নাঈম’ আটক: ছাত্রদলের হাতে ধরা পড়ে পুলিশের কাছে সোপর্দ

আপডেট সময় ০৩:৩৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫

পটুয়াখালীর দুমকিতে বহুল আলোচিত ও সমালোচিত ছাত্রলীগ নেতা নাঈম ওরফে “টয়লেট নাঈম”–কে জনতার সহায়তায় আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে উপজেলা ছাত্রদল। শুক্রবার (৭ জুন) বিকেলে লেবুখালি পায়রা সেতু সংলগ্ন এলাকা থেকে তাকে ধাওয়া করে আটক করা হয়।

নাঈম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবেও কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাঈমকে সেতু এলাকায় ঘোরাঘুরি করতে দেখে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধাওয়া করে ধরে ফেলেন। এ সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ ও স্থানীয় বহু ছাত্র ও সাধারণ মানুষ।

একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “নাঈম টয়লেট আর টিউবওয়েলের টাকাও আত্মসাৎ করেছে! এর চেয়ে লজ্জাজনক আর কী হতে পারে? এরকম লোকদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।”

ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, “আওয়ামী দোসররা দুমকিকে একপ্রকার লুটপাটের জোনে পরিণত করেছে। ‘টয়লেট নাঈম’ তার বড় প্রমাণ। আমরা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে দেখিয়ে দিয়েছি—অপরাধী যেই হোক, ছাড় নেই।”

নাঈমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বিশেষ করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিনের জাল স্বাক্ষর ব্যবহার করে সরকারি বরাদ্দ উত্তোলনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আটক ব্যক্তিকে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ যাচাই-বাছাই করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”