দু’দিনের সফরে ভারত পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার (৮ অক্টোবর) সকালে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন—ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল করার কোনো পরিকল্পনা নেই।
স্টারমার বলেন, তার এ সফরে মূল আলোচনার বিষয় হবে ব্রিটেন-ভারতের নতুন মুক্ত বাণিজ্য চুক্তি, যেখানে ব্যবসা ও বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও জানান, ভিসা নীতি পরিবর্তন এই সফরের আলোচনার অংশ নয় এবং যুক্তরাজ্যের অভিবাসন নীতিতেও কোনো পরিবর্তন আসছে না।

ডেস্ক রিপোর্ট 
























