ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে খোকসা যুব সংঘের কমিটি গঠন: সভাপতি হামিদুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা নাটোরে জামায়াতে যোগ দিলেন বিএনপি-জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী বরিশালে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মেহেরপুরে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু বিএনপির পাঁচ নেতাকে সব পদ থেকে বহিষ্কার ‘ফজু পাগলা’ উপাধিতে গর্বিত বিএনপি প্রার্থী ফজলুর রহমান: বলেন, আমার জন্য সারা দেশের মানুষ পাগল গৌরীপুরে সংঘর্ষের জেরে বিএনপির ৫ নেতা বহিষ্কার জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর শাপলাকলি’ প্রতীক নিয়ে নির্বাচনে এনসিপি: জনগণের রাজনীতি গড়ে তুলতে আহ্বান নাহিদ ইসলামের গৌরীপুরে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ৪০

ট্রাম্পের ঘোষণা: ইসরাইল-হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে স্বাক্ষর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

দুই বছর ধরে চলমান ইসরাইল ও গাজা নিয়ন্ত্রিত হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে উভয় পক্ষ স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরাইল এবং হামাস আমাদের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে সম্মতি দিয়ে স্বাক্ষর করেছে। খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং সমঝোতার ভিত্তিতে ইসরাইল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে।”

মধ্যস্থতাকারী দেশ কাতারও যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক্সে পোস্ট করে জানান, “গাজায় শান্তি স্থাপন সংক্রান্ত নতুন পরিকল্পনার প্রথম পর্যায়ের সমস্ত শর্তে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর ফলে যুদ্ধের অবসান ঘটবে, সব জিম্মি ও বন্দি মুক্তি পাবে, এবং গাজায় ত্রাণ প্রবেশে আর কোনো বাধা থাকবে না।”

এর আগে ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্প এই নতুন যুদ্ধবিরতি পরিকল্পনার ঘোষণা দেন, যেখানে উপস্থিত ছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। হামাসের সম্মতি পাওয়ার পর মিসরের শারম আল শেখ শহরে ইসরাইল, হামাস, যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের প্রতিনিধিদের মধ্যে টানা দুই দিনের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বৈঠক শুরুর আগেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন আলোচনার অগ্রগতির বিষয়ে। তিনি জানিয়েছিলেন, “আলোচনা ভালোভাবে এগোচ্ছে। এটা চমৎকার। এ সপ্তাহের শেষের দিকে আমি মধ্যপ্রাচ্যে যেতে পারি, সম্ভবত রবিবার।”

📎 সূত্র: এএফপি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে খোকসা যুব সংঘের কমিটি গঠন: সভাপতি হামিদুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা

ট্রাম্পের ঘোষণা: ইসরাইল-হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে স্বাক্ষর

আপডেট সময় ০৯:২১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

দুই বছর ধরে চলমান ইসরাইল ও গাজা নিয়ন্ত্রিত হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে উভয় পক্ষ স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরাইল এবং হামাস আমাদের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে সম্মতি দিয়ে স্বাক্ষর করেছে। খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং সমঝোতার ভিত্তিতে ইসরাইল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে।”

মধ্যস্থতাকারী দেশ কাতারও যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক্সে পোস্ট করে জানান, “গাজায় শান্তি স্থাপন সংক্রান্ত নতুন পরিকল্পনার প্রথম পর্যায়ের সমস্ত শর্তে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর ফলে যুদ্ধের অবসান ঘটবে, সব জিম্মি ও বন্দি মুক্তি পাবে, এবং গাজায় ত্রাণ প্রবেশে আর কোনো বাধা থাকবে না।”

এর আগে ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্প এই নতুন যুদ্ধবিরতি পরিকল্পনার ঘোষণা দেন, যেখানে উপস্থিত ছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। হামাসের সম্মতি পাওয়ার পর মিসরের শারম আল শেখ শহরে ইসরাইল, হামাস, যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের প্রতিনিধিদের মধ্যে টানা দুই দিনের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বৈঠক শুরুর আগেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন আলোচনার অগ্রগতির বিষয়ে। তিনি জানিয়েছিলেন, “আলোচনা ভালোভাবে এগোচ্ছে। এটা চমৎকার। এ সপ্তাহের শেষের দিকে আমি মধ্যপ্রাচ্যে যেতে পারি, সম্ভবত রবিবার।”

📎 সূত্র: এএফপি