মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগানিস্তানের কৌশলগত বাগরাম বিমানঘাঁটি পুনর্দখলের উদ্যোগের বিরুদ্ধে একযোগে কঠোর অবস্থান নিয়েছে দেশটির প্রতিবেশীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, “মস্কো কনসালটেশনস ফরম্যাট অন আফগানিস্তান”-এর সদস্য দেশগুলো—ভারত, পাকিস্তান, রাশিয়া, চীন, ইরান ও মধ্য এশিয়ার রাষ্ট্রগুলো—এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তান বা পার্শ্ববর্তী অঞ্চলে কোনো রাষ্ট্রের সামরিক অবকাঠামো স্থাপনের চেষ্টা “অগ্রহণযোগ্য”, কারণ তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পরিপন্থী।
ট্রাম্প পাঁচ বছর আগে তালেবানের হাতে বাগরাম ঘাঁটি ছেড়ে দিলেও গত মাসে তিনি হুমকি দেন যে, আফগানিস্তান যদি ঘাঁটিটি ফিরিয়ে না দেয়, তবে “খারাপ কিছু ঘটবে।” তালেবান ট্রাম্পের সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ভারত এই যৌথ অবস্থানে সমর্থন জানিয়ে ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েনের মধ্যেও তালেবানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়েছে। এরই ধারাবাহিকতায় তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ৯-১৬ অক্টোবর ঐতিহাসিক প্রথম সফরে নয়াদিল্লি আসছেন।

ডেস্ক রিপোর্ট 

























