আলোকচিত্রী শহিদুল আলমসহ গাজা অভিমুখী নৌবহর ফ্রিডম ফ্লোটিলা থেকে আটক অধিকারকর্মীদের একটি অংশকে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে। দৃক জানিয়েছে, এই তথ্য ফ্লোটিলা কোয়ালিশন ও ইসরায়েলে আরব সংখ্যালঘুদের সঙ্গে কাজ করা মানবাধিকার সংস্থা ‘আদালাহ’র বরাত দিয়ে।
শহিদুল আলম দৃকের ব্যবস্থাপনা পরিচালক। তিনি এবং অন্য অধিকারকর্মীরা ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ ও গাজায় নৌ অবরোধ ভাঙার উদ্দেশ্যে এই নৌযাত্রায় অংশ নিয়েছিলেন। ফ্রিডম ফ্লোটিলা এবং ‘থাউজেন্ড মেডলিনস টু গাজা’ কর্তৃক সংগঠিত মোট ৯টি নৌযানে রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা ছিলেন। গত বুধবার ইসরায়েলি সেনারা নৌবহরে হামলা চালিয়ে সকলকে আটক করে।
দৃকসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তি ও সংস্থা শহিদুল আলম এবং অন্য ১৫০ মানবতাবাদী কর্মীর অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বলেছেন, এ ধরনের অবৈধ অপহরণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তারা ইসরায়েলকে গাজায় অবরোধ, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানিয়েছে।
‘থাউজেন্ড মেডলিনস টু গাজা’ উল্লেখ করেছে, নৌযানটি গাজার ওপর চলমান নীরবতা ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। ফ্লোটিলা সংগঠকরা বলছেন, আটক স্বেচ্ছাসেবীদের মধ্যে অনেকের ওপর সহিংসতা চালানো হয়েছে এবং তাদের ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে স্থানান্তর করা হচ্ছে।
এর আগে গত সপ্তাহে গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-র ৪২টি নৌযান থেকে ৪৭৯ জনকে আটক করা হয়েছিল, যার মধ্যে সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন।

ডেস্ক রিপোর্ট 

























