দক্ষিণ লেবাননের আল-মাসাইলেহ সড়কের পাশে ছয়টি ভারী যন্ত্রপাতি স্থাপনায় বিমান হামলা চালিয়ে ৩০০টিরও বেশি যানবাহন ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার (১১ অক্টোবর) স্থানীয় সময় সকালে এই হামলা চালানো হয় বলে বার্তা সংস্থা আনাদোলু স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলায় একজন সিরিয়ান নাগরিক নিহত হয়েছেন এবং আরও একজন সিরিয়ানসহ লেবাননের দুই নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, বুলডোজার ও খননযন্ত্রসহ হামলায় ৩০০টিরও বেশি যানবাহন ধ্বংস হয়েছে, যার ফলে কয়েক মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। এলাকায় পার্ক করা বহু গাড়ি ও আশপাশের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে, যা গোষ্ঠীটির পুনর্গঠন কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল।
অন্যদিকে, এই হামলাকে ‘স্পষ্ট আগ্রাসন’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেন, “এই আক্রমণের গুরুত্ব এটাই যে, এটি গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরপরই সংঘটিত হয়েছে।”
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া হিজবুল্লাহ ও ইসরায়েলের সীমান্ত সংঘাত এক বছর পর ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির মাধ্যমে স্থিতি পায়। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে ইসরায়েলের পূর্ণমাত্রার আক্রমণে সংঘাত আবারও তীব্র রূপ নেয়, এতে ৪ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হন।

ডেস্ক রিপোর্ট 

























