সীমান্তে রাতভর ব্যাপক সংঘর্ষের পর আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে। শনিবার রাতের সংঘর্ষের পর পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে সব সীমান্ত ক্রসিং বন্ধ করেছে। আফগানিস্তান এবার সীমান্তবর্তী এলাকায় ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করছে, জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আফগান সেনারা পাকিস্তান সীমান্তের দিকে ভারী যুদ্ধাস্ত্র পাঠাচ্ছে। আফগানিস্তান জানিয়েছে, তারা পাকিস্তান সেনাবাহিনীর ২৫টি সীমান্ত পোস্ট দখল করেছে এবং সংঘর্ষে অন্তত ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ৩০ জন।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তান যদি ফের আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তাহলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
এদিকে, পাকিস্তান গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের কাবুলে বিমান হামলা চালায়, যেখানে নিষিদ্ধ গোষ্ঠী টিটিপির প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন শোনা গেছে। আফগান সরকার এই হামলায় নিহত ও আহতদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি, তবে পূর্বে বলা হয়েছিল, পাকিস্তান আফগানিস্ত

ডেস্ক রিপোর্ট 

























