যুদ্ধবিরতির পর উত্তর গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাদের এলাকায় ফিরতে শুরু করেছেন। দুই বছর ধরে চলা সংঘর্ষে ইসরায়েলি বোমায় অধিকাংশ বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
জাতিসংঘের আবাসন অধিকার বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার বালাকৃষ্ণ রাজাগোপাল বলেছেন, “উত্তর গাজার অনেক এলাকা থেকে সেনারা সরে যাওয়ার পর ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপ ছাড়া কিছুই পাচ্ছেন না। মানসিক প্রভাবও ভয়াবহ।”
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গত শুক্রবার ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। এর পর থেকেই লাখ লাখ ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরতে শুরু করেছেন।
জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজার ৯২ শতাংশ আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলকে সেখানে অবিলম্বে তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র সরবরাহের অনুমতি দিতে হবে বলে র্যাপোর্টিয়ার মন্তব্য করেছেন।

ডেস্ক রিপোর্ট 

























