মাদাগাস্কারে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। গত ২৫ সেপ্টেম্বর কেএনইয়া ও নেপালের জেন-জি আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে শুরু হওয়া বিক্ষোভ শনিবার (১১ অক্টোবর) প্রথমবারের মতো রাজধানী অ্যান্টানানারিভেতে প্রবেশ করে।
পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করলে, অভিজাত ক্যাপস্যাট ইউনিটের কিছু সৈন্য বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে। সোয়ানিয়েরানা জেলার ঘাঁটির সৈন্যরা একটি সোশ্যাল মিডিয়া ভিডিওতে বলেন, ‘আমরা আমাদের বন্ধু, ভাই ও বোনদের গুলি করার জন্য অর্থ গ্রহণ করতে অস্বীকার করি।’
তরুণ নেতৃত্বাধীন আন্দোলনটি মূলত বিদ্যুৎ ও পানির ঘাটতির কারণে শুরু হলেও দ্রুত বৃহত্তর সরকারবিরোধী প্রচারণায় রূপান্তরিত হয়েছে। নতুন করে নিয়োগপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর মন্ত্রী জেনারেল ডেরামাসিনজাকা মানান্তসোয়া রাকোতোয়ারিভেলো সৈন্যদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
পুলিশের সহিংসতার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে ২২ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে। সংস্থা সকল পক্ষকে অপ্রয়োজনীয় বলপ্রয়োগ থেকে বিরত থাকার এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























