ফিলিস্তিনের গাজা নগরীতে হামাসের নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রভাবশালী দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার জর্ডানিয়ান হাসপাতালের কাছে টানা গোলাগুলিতে পুরো এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় দুগমুশ যোদ্ধারা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ শুরু হয়। এতে হামাসের আট সদস্য ও দুগমুশ গোত্রের ১৯ জন নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেল আল-হাওয়া এলাকার একটি বহুতল ভবনে অবস্থান নেয়া দুগমুশ যোদ্ধাদের ঘিরে তিন শতাধিক হামাস সদস্য অভিযান চালালে গুলিবিনিময় তীব্র আকার ধারণ করে। সংঘর্ষে শত শত পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
দুগমুশ গোত্রের অভিযোগ, হামাস তাদের বাস্তুচ্যুত পরিবারের আশ্রয়স্থল দখল করতে চেয়েছিল। তবে হামাসের দাবি, গোত্রটির সদস্যরা তাদের দুই যোদ্ধাকে হত্যা করায় এই অভিযান চালানো হয়।
হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং প্রতিরোধ আন্দোলনের বাইরে যে কোনো “অবৈধ সশস্ত্র কর্মকাণ্ড” কঠোর হাতে দমন করা হবে।
সূত্র: বিবিসি

ডেস্ক রিপোর্ট 

























