ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজা শহরে নতুন করে সশস্ত্র সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফরাভি। ২৮ বছর বয়সী এই সাহসী সাংবাদিক দুই বছর ধরে গাজার যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ভিডিওর মাধ্যমে তুলে ধরে ব্যাপক পরিচিতি পান।
ফিলিস্তিনি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজার সাবরা মহল্লায় সংঘর্ষের খবর সংগ্রহ করার সময় এক সশস্ত্র মিলিশিয়ার গুলিতে তিনি নিহত হন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ওই সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলি দখলদারদের সাথে সম্পৃক্ত এবং তারা দক্ষিণ গাজা থেকে শহরে ফেরত আসা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপরও হামলা চালাচ্ছে।
আল জাজিরার ‘সানাদ’ এজেন্সি যাচাই করে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, সালেহ আলজাফরাভির নিথর দেহ একটি ট্রাকের পেছনে রাখা এবং তার গায়ে “প্রেস” লেখা বুলেটপ্রুফ জ্যাকেট রয়েছে। রবিবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত ২৭০ জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী প্রাণ হারিয়েছেন, যা ইতিহাসে সাংবাদিকদের জন্য অন্যতম রক্তক্ষয়ী সময় হিসেবে চিহ্নিত হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 

























