গাজা উপত্যকায় চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসানে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ একাধিক বিশ্বনেতা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন। সোমবার মিসরের পর্যটন শহর শারম আল শেখে আয়োজিত ‘শান্তি সম্মেলনে’ উদ্বোধনী বক্তব্য শেষে সবার আগে ট্রাম্প নথিতে স্বাক্ষর করেন।
আল জাজিরার বরাতে জানা গেছে, ট্রাম্প ছাড়াও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং আরও কয়েকজন বিশ্বনেতা এই নথিতে স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত চুক্তির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, “এটি কার্যকর থাকবে,”—যা ইঙ্গিত দেয়, যুদ্ধবিরতি অবিলম্বে বাস্তবায়িত হতে পারে।
এর আগে গত শুক্রবার ইসরাইল ও হামাস ট্রাম্পের মধ্যস্থতায় প্রণীত ২০ দফা যুদ্ধবিরতি প্রস্তাবে সই করে। ইতিমধ্যে হামাস ২০ জন জীবিত জিম্মি ও কয়েকজনের মরদেহ ইসরাইলের কাছে হস্তান্তর করেছে, আর ইসরাইল মুক্তি দিয়েছে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দী।
বিশ্বজুড়ে এই চুক্তিকে গাজা সংকট সমাধানের ঐতিহাসিক মোড় হিসেবে দেখা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 

























