সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে প্রায় দুই হাজার ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) মুক্তিপ্রাপ্ত এসব বন্দি গাজায় ফেরেন।
আলজাজিরার প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, মুক্তিপ্রাপ্ত এক ফিলিস্তিনি বাবা ইসরায়েলি কারাগারে দীর্ঘদিন বন্দিদশায় থেকে রুগ্ন হয়ে পড়েছেন। হুইলচেয়ারে করে গাজায় ফেরার কয়েক ঘণ্টা পর তিনি জানতে পারেন, ইসরায়েলি সেনারা তার স্ত্রী, সন্তানসহ পরিবারের সব সদস্যকে হত্যা করেছে। এ খবর শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন। নিজের হাতে থাকা একটি ব্রেসলেট দেখিয়ে বলেন, এটি তার দুই বছর বয়সী মেয়ের জন্মদিনে তৈরি করেছিলেন।
অপরদিকে আরেক মুক্তিপ্রাপ্ত বন্দিকে ইসরায়েলি সেনারা বলেছিল, গাজায় তার পরিবারের কেউ জীবিত নেই। কিন্তু ফিরে এসে তিনি দেখেন, তার পরিবার জীবিত এবং তার জন্য অপেক্ষা করছে। প্রিয়জনদের দেখে তিনি আবেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাড়ির এক শিশুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
আরেক ফিলিস্তিনি জানান, ইসরায়েলি কারাগারটি ছিল একপ্রকার ‘কসাইখানা’, যেখানে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন তারা।
গাজায় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনে দেখা গেছে দু’টি বিপরীত চিত্র—কেউ ফিরে পেয়েছেন আপনজনদের, আবার কেউ এসে হারিয়েছেন জীবনের সবকিছু।
সূত্র: আলজাজিরা

ডেস্ক রিপোর্ট 

























