ইরানে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। রোববার (১৫ জুন) বিকেলে দেশটির রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় একযোগে চালানো এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৪০৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। আহত হয়েছেন আরও অন্তত ৬৫৪ জন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরানের পূর্বাঞ্চলে সারফেস টু সারফেস মিসাইল লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবন এবং একটি আবাসিক ভবনও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ভবন থেকে ধোঁয়া উঠছে। স্থানীয় সময় বিকেলে এই হামলার ঘটনা ঘটে।
তেহরানের কেন্দ্রস্থলে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক। তিনি জানান, বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই সাধারণ মানুষ হতাহতদের উদ্ধারে এগিয়ে আসেন। হামলাটি রাজধানীর যোগাযোগ মন্ত্রণালয়ের কাছাকাছি এলাকায় সংঘটিত হয়।
নিহতদের মধ্যে কতজন সেনা সদস্য এবং কতজন বেসামরিক নাগরিক তা নিরূপণের চেষ্টা চলছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। সংস্থাটি জানায়, তাদের নিজস্ব সূত্র এবং ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই করেই হতাহতের এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
সূত্র: এএফপি, এপি, আলজাজিরা