ইসরায়েলের লাগাতার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ইসলামি দেশগুলোর সম্মিলিত জবাব চেয়েছে ইরান। রোববার ইসলামি সহযোগিতা সংস্থা (OIC)-এর মহাসচিব হুসাইন ব্রাহিম তাহার সঙ্গে এক টেলিফোন আলাপে এ আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
আলাপচারিতায় আরাকচি বলেন, “ইরানের ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসন জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন।” তিনি এই আগ্রাসনকে আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর হুমকি হিসেবেও বর্ণনা করেন।
আরাকচি সতর্ক করে বলেন, “ইসরায়েলের অন্তহীন দায়মুক্তি তাকে আরও আগ্রাসী ও সহিংস করে তুলছে। এই দায়মুক্তিই নতুন অপরাধ ও হামলার পথ তৈরি করছে।”
তিনি আরও জানান, “ইরান আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে এবং দেশের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে সার্বভৌমত্ব রক্ষায়।”
ওআইসি মহাসচিব হুসাইন ব্রাহিম তাহা এই হামলার নিন্দা জানিয়ে বলেন, “আমরা এই উত্তেজনা ঠেকাতে এবং আন্তর্জাতিক সমর্থন জোগাড়ে জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করব।” তিনি ইসরায়েলের সর্বশেষ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এই আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসলামি দেশগুলোর মধ্যে কূটনৈতিক ঐক্যের বার্তা স্পষ্ট হয়ে উঠছে।
সূত্র: ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়, ওআইসি প্রেস ব্রিফিং