চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড)-এর অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে আগুন লেগেছে। দুটি কারখানার ভবন যথাক্রমে আটতলা ও সাততলা। মোট ৭০০ শ্রমিককে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে, তাই কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট এবং নৌ ও বিমান বাহিনীর চারটি ইউনিট, পরে দুই প্লাটুন বিজিবি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে রাত সাতটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারপাশে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ভবনের ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে। ৬ ও ৭ তলায় আটকা পড়া ২৫ জনকে উদ্ধার করা হয়েছে।
শ্রমিকরা জানিয়েছেন, হঠাৎ আগুনের চিৎকারে সবাই নিচে নেমে এসেছেন। কারখানায় হাসপাতালের যন্ত্রপাতি, তোয়ালে ও সার্জিকেল গাউন তৈরি হতো। বিজিবি উদ্ধার অভিযানেও অংশগ্রহণ করছে।

ডেস্ক রিপোর্ট 

























