ক্ষমতা গ্রহণের এক সপ্তাহ পার না হতেই আবারও বিক্ষোভে ফুঁসে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। বুধবার রাজধানী লিমার রাজপথে তরুণ প্রজন্মের ডাকে হাজারো মানুষ নেমে আসে।
‘জেন-জি’ নামে পরিচিত এই তরুণ বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। একপর্যায়ে তারা পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে এবং রাজনীতিবিদদের ‘ধর্ষক’ বলে স্লোগান দেয়।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
মাত্র ছয় দিন আগে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরি এখন চরম রাজনৈতিক চাপের মুখে। এর আগেও তরুণদের নেতৃত্বে হওয়া বিক্ষোভে পদত্যাগে বাধ্য হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে।

ডেস্ক রিপোর্ট 
























