ঢাকা , শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে একের পর এক ভূমিকম্প, মাটির নিচে চলছে কী? টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু গুগল থেকে ছয় মাসের সমালোচনামূলক কনটেন্ট সরাতে ২৭৯ অনুরোধ অন্তর্বর্তী সরকারের বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান: জামায়াত আমির আমার কোনো দোষ নাই, আমি জানিও না জামায়াতের ওপর হামলা হয়েছে: বিএনপি নেতা হাবিব ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে হামলা, স্বেচ্ছাসেবক দলনেতাসহ ৩ জন গুলিবিদ্ধ বিদেশ থেকে ছুটিতে আসা বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্র হাতেই থানায় গেল যুবক অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি, বিদায়ী ভাষণ ১৪ ডিসেম্বর বাউল ইস্যুতে ফরহাদ মজহারকে মুরতাদ ঘোষণা হেফাজত নেতার ফার্মেসিতে পিস্তল উঁচিয়ে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি

অর্থ আত্মসাৎ মামলায় আত্মসমর্পণ করে জামিন নিলেন অভিনেত্রী মেহজাবীন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১১৩৫ বার পড়া হয়েছে

এবার গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। রোববার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকার একটি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা। এর আগে পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাদী আমিরুল ইসলামের করা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

আদালত সূত্র জানায়, মামলার নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১৮ ডিসেম্বর নতুন তারিখ ধার্য করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বাদী আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দেন মেহজাবীন। এ কথায় আস্থা রেখে আমিরুল নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা অভিনেত্রী ও তার ভাইকে দেন। কিন্তু দীর্ঘদিনেও তারা কোনো ব্যবসায়িক উদ্যোগ নেননি। পাওনা টাকা চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন।

অভিযোগে আরও উল্লেখ রয়েছে, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টাকা ফেরত চাইতে গেলে বাদীকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেখানে গেলে মেহজাবীন, তার ভাই ও আরও কয়েকজন তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। পাশাপাশি হুমকি দিয়ে বলেন-টাকা চাইতে এলে বা বাসার সামনে দেখা গেলে মেরে ফেলবে। এতে বাদী আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পর বাদী থানায় অভিযোগ জানাতে গেলে ভাটারা থানা তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশে একের পর এক ভূমিকম্প, মাটির নিচে চলছে কী?

অর্থ আত্মসাৎ মামলায় আত্মসমর্পণ করে জামিন নিলেন অভিনেত্রী মেহজাবীন

আপডেট সময় ০৬:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

এবার গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। রোববার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকার একটি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা। এর আগে পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাদী আমিরুল ইসলামের করা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

আদালত সূত্র জানায়, মামলার নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১৮ ডিসেম্বর নতুন তারিখ ধার্য করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বাদী আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দেন মেহজাবীন। এ কথায় আস্থা রেখে আমিরুল নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা অভিনেত্রী ও তার ভাইকে দেন। কিন্তু দীর্ঘদিনেও তারা কোনো ব্যবসায়িক উদ্যোগ নেননি। পাওনা টাকা চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন।

অভিযোগে আরও উল্লেখ রয়েছে, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টাকা ফেরত চাইতে গেলে বাদীকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেখানে গেলে মেহজাবীন, তার ভাই ও আরও কয়েকজন তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। পাশাপাশি হুমকি দিয়ে বলেন-টাকা চাইতে এলে বা বাসার সামনে দেখা গেলে মেরে ফেলবে। এতে বাদী আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পর বাদী থানায় অভিযোগ জানাতে গেলে ভাটারা থানা তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।