ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজা খালি করে ‘মানবিক শহর’ গড়ে তোলার ঘোষণা ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪৪ জন নেতাকর্মী শহীদ হয়েছে: নাছির উদ্দিন এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই: প্রেস সচিব এমন বৃষ্টি থাকবে কত দিন, জানাল আবহাওয়া অফিস চীন সফরে যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল ভারতের ঢলে ভেঙে গেল ৩ নদীর বাঁধ, ডুবে গেল ৩০ গ্রাম কক্সবাজার সৈকতে ভেসে এলো আরও এক শিক্ষার্থীর মরদেহ ইরানের হাতে এসেছে চীনের আধুনিক হিউ কিউ-৯ এয়ার ডিফেন্স মিসাইল বিশ্ব আর কোনো সম্রাট চায় না: ট্রাম্পকে ব্রাজিলের প্রেসিডেন্টের হুঁশিয়ারি আগামী নির্বাচনে বেশির ভাগ মানুষ ভোটই দিতে যাবে না: মাসুদ কামাল

যত দ্রুত সম্ভব চীনাদের ইসরায়েল ছাড়ার নির্দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৯২১ বার পড়া হয়েছে

এবার যত তাড়াতাড়ি সম্ভব চীনা নাগরিকদের দেশে ফিরে যেতে অথবা স্থল সীমান্ত ক্রসিং দিয়ে ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানাচ্ছে ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস। দূতাবাস সম্ভাব্য বিপদের ইঙ্গিত দিয়ে চীনাদের দ্রুত আত্মরক্ষামূলক পদক্ষেপ নিতে তাগাদা দিচ্ছে।

মঙ্গলবার (১৭ জুন) দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। চীনা দূতাবাস বলছে, ইসরায়েলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে এবং ইসরায়েলি আকাশসীমা এখনও বন্ধ রয়েছে। তাই স্থল সীমান্ত ক্রসিং দিয়ে চীনাদের ইসরায়েলি সীমানা অতিক্রম করতে বলা হচ্ছে।

উইচ্যাটে এক বিজ্ঞপ্তিতে সতর্ক করে দূতাবাস বলেছে, বর্তমানে ইসরায়েল-ইরান সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে। যা নিরাপত্তা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে । নোটিশে চীনা নাগরিকদের জর্ডান অভিমুখে স্থল ক্রসিং দিয়ে চলে যাওয়ার সুপারিশ করা হয়েছে।

প্রসঙ্গত, ইরান-ইসরায়েল সংঘাতে চীনের জড়িয়ে পড়ার গুঞ্জন চলছে। বলা হচ্ছে, গোপনে দিচ্ছে অস্ত্র চীন। ইরানের রাজধানী তেহরানে বেইজিংয়ের একটি কার্গো বিমান নামার পর থেকেই শুরু হয়েছে এমন জল্পনা-কল্পনা। মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়, ওই বিমানটি আকাশে থাকতেই ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছিল, যাতে রাডারে সেই বিমানের অস্তিত্ব ধরা না পড়ে। সেই থেকেই ডানা মেলেছে, নানা গুঞ্জন। তাহলে কী গোপনে ইরানকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে চীন?

নির্ভরযোগ্য সূত্র না থাকলেও ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডটকম বেশ গুরুত্ব ‍দিয়েই ওই বিমান অবতরণের খবর প্রকাশ করেছে। এভাবে ট্রান্সপন্ডার বন্ধ করে ওই বিমানের অবতরণের ঘটনা, গোপন কোনো অভিযানের দিকেই ইঙ্গিত করে বলে জানিয়েছে গণমাধ্যমটি। ইরানের সঙ্গে চীনের সামরিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। তাই ওই বিমানে সামরিক অস্ত্র বা নিষিদ্ধ কোনো পণ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এমন খবরের সত্যতা যাচাই করা যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজা খালি করে ‘মানবিক শহর’ গড়ে তোলার ঘোষণা ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর

যত দ্রুত সম্ভব চীনাদের ইসরায়েল ছাড়ার নির্দেশ

আপডেট সময় ১২:৪১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

এবার যত তাড়াতাড়ি সম্ভব চীনা নাগরিকদের দেশে ফিরে যেতে অথবা স্থল সীমান্ত ক্রসিং দিয়ে ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানাচ্ছে ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস। দূতাবাস সম্ভাব্য বিপদের ইঙ্গিত দিয়ে চীনাদের দ্রুত আত্মরক্ষামূলক পদক্ষেপ নিতে তাগাদা দিচ্ছে।

মঙ্গলবার (১৭ জুন) দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। চীনা দূতাবাস বলছে, ইসরায়েলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে এবং ইসরায়েলি আকাশসীমা এখনও বন্ধ রয়েছে। তাই স্থল সীমান্ত ক্রসিং দিয়ে চীনাদের ইসরায়েলি সীমানা অতিক্রম করতে বলা হচ্ছে।

উইচ্যাটে এক বিজ্ঞপ্তিতে সতর্ক করে দূতাবাস বলেছে, বর্তমানে ইসরায়েল-ইরান সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে। যা নিরাপত্তা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে । নোটিশে চীনা নাগরিকদের জর্ডান অভিমুখে স্থল ক্রসিং দিয়ে চলে যাওয়ার সুপারিশ করা হয়েছে।

প্রসঙ্গত, ইরান-ইসরায়েল সংঘাতে চীনের জড়িয়ে পড়ার গুঞ্জন চলছে। বলা হচ্ছে, গোপনে দিচ্ছে অস্ত্র চীন। ইরানের রাজধানী তেহরানে বেইজিংয়ের একটি কার্গো বিমান নামার পর থেকেই শুরু হয়েছে এমন জল্পনা-কল্পনা। মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়, ওই বিমানটি আকাশে থাকতেই ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছিল, যাতে রাডারে সেই বিমানের অস্তিত্ব ধরা না পড়ে। সেই থেকেই ডানা মেলেছে, নানা গুঞ্জন। তাহলে কী গোপনে ইরানকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে চীন?

নির্ভরযোগ্য সূত্র না থাকলেও ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডটকম বেশ গুরুত্ব ‍দিয়েই ওই বিমান অবতরণের খবর প্রকাশ করেছে। এভাবে ট্রান্সপন্ডার বন্ধ করে ওই বিমানের অবতরণের ঘটনা, গোপন কোনো অভিযানের দিকেই ইঙ্গিত করে বলে জানিয়েছে গণমাধ্যমটি। ইরানের সঙ্গে চীনের সামরিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। তাই ওই বিমানে সামরিক অস্ত্র বা নিষিদ্ধ কোনো পণ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এমন খবরের সত্যতা যাচাই করা যায়নি।