ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে খোকসা যুব সংঘের কমিটি গঠন: সভাপতি হামিদুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা নাটোরে জামায়াতে যোগ দিলেন বিএনপি-জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী বরিশালে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মেহেরপুরে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু বিএনপির পাঁচ নেতাকে সব পদ থেকে বহিষ্কার ‘ফজু পাগলা’ উপাধিতে গর্বিত বিএনপি প্রার্থী ফজলুর রহমান: বলেন, আমার জন্য সারা দেশের মানুষ পাগল গৌরীপুরে সংঘর্ষের জেরে বিএনপির ৫ নেতা বহিষ্কার জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর শাপলাকলি’ প্রতীক নিয়ে নির্বাচনে এনসিপি: জনগণের রাজনীতি গড়ে তুলতে আহ্বান নাহিদ ইসলামের গৌরীপুরে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ৪০

তরুণ নেতৃত্বের জয়: মঠবাড়িয়ায় জামায়াত প্রার্থীকে হারিয়ে মাদ্রাসা কমিটির সভাপতি ছাত্রদল নেতা শাহাদাৎ ফরাজি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৯৬৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় পশ্চিম মিঠাখালী নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনে জামায়াতে ইসলামী ঘোষিত এমপি প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর শরীফ মো. আব্দুল জলিলকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন ফরাজি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এই নির্বাচনে সাতজন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। সংখ্যাগরিষ্ঠ ভোটে শাহাদাৎ হোসেন ফরাজি বিজয়ী হন। প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন।

এর আগে গত সোমবার মাদ্রাসা শিক্ষার্থীদের অভিভাবকরা ভোট দিয়ে সাতজন সদস্য নির্বাচিত করেন, যারা পরে সভাপতি নির্বাচনে ভোট দেন।

সম্প্রতি শরীফ মো. আব্দুল জলিলকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর–৩ আসনের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। ফলে মাদ্রাসা কমিটির এই নির্বাচন স্থানীয়ভাবে বিশেষ রাজনৈতিক গুরুত্ব পায়।

এলাকার অন্যতম প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন মরহুম আলহাজ মফিজ উদ্দিন মোল্লা। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি ধর্মীয় ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে সুনাম ধরে রেখেছে।

ফলাফল ঘোষণার পর শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়।
নবনির্বাচিত সভাপতি শাহাদাৎ হোসেন ফরাজি বলেন, “আমি এই প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নের জন্য নিরলসভাবে কাজ করবো। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে মাদ্রাসাটিকে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”

স্থানীয় পর্যায়ে এই ফলাফলকে তরুণ নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব বৃদ্ধির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে খোকসা যুব সংঘের কমিটি গঠন: সভাপতি হামিদুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা

তরুণ নেতৃত্বের জয়: মঠবাড়িয়ায় জামায়াত প্রার্থীকে হারিয়ে মাদ্রাসা কমিটির সভাপতি ছাত্রদল নেতা শাহাদাৎ ফরাজি

আপডেট সময় ১১:১৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় পশ্চিম মিঠাখালী নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনে জামায়াতে ইসলামী ঘোষিত এমপি প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর শরীফ মো. আব্দুল জলিলকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন ফরাজি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এই নির্বাচনে সাতজন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। সংখ্যাগরিষ্ঠ ভোটে শাহাদাৎ হোসেন ফরাজি বিজয়ী হন। প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন।

এর আগে গত সোমবার মাদ্রাসা শিক্ষার্থীদের অভিভাবকরা ভোট দিয়ে সাতজন সদস্য নির্বাচিত করেন, যারা পরে সভাপতি নির্বাচনে ভোট দেন।

সম্প্রতি শরীফ মো. আব্দুল জলিলকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর–৩ আসনের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। ফলে মাদ্রাসা কমিটির এই নির্বাচন স্থানীয়ভাবে বিশেষ রাজনৈতিক গুরুত্ব পায়।

এলাকার অন্যতম প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন মরহুম আলহাজ মফিজ উদ্দিন মোল্লা। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি ধর্মীয় ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে সুনাম ধরে রেখেছে।

ফলাফল ঘোষণার পর শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়।
নবনির্বাচিত সভাপতি শাহাদাৎ হোসেন ফরাজি বলেন, “আমি এই প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নের জন্য নিরলসভাবে কাজ করবো। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে মাদ্রাসাটিকে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”

স্থানীয় পর্যায়ে এই ফলাফলকে তরুণ নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব বৃদ্ধির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।