জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রতিদিন গড়ে প্রায় ৫৬০ মেট্রিক টন খাদ্য সহায়তা প্রবেশ করানো সম্ভব হচ্ছে। তবে সংস্থাটি বলেছে, উপত্যকার বিপুল জনগোষ্ঠীর চাহিদা মেটাতে এই পরিমাণ এখনও পর্যাপ্ত নয়।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে WFP-এর মুখপাত্র আবির এতেফা বলেন, “আমরা যা সরবরাহ করছি, তা প্রয়োজনের তুলনায় এখনও কম। তবে আমরা ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোচ্ছি।” তিনি আরও জানান, যুদ্ধবিরতি তাদের জন্য একটি সংক্ষিপ্ত সুযোগ তৈরি করেছে, যা কাজে লাগিয়ে খাদ্য সহায়তা বাড়াতে সংস্থাটি দ্রুততার সঙ্গে কাজ করছে।
এতেফা আরও বলেন, বর্তমানে সংস্থাটির কাছে আগামী তিন মাসের জন্য গাজাবাসীর খাদ্য চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিরাপদে ও নিরবচ্ছিন্নভাবে সেই খাদ্য ক্ষুধার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া। যুদ্ধবিরতির সময়সীমা সীমিত হওয়ায় প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে চায় WFP, যাতে আরও বেশি মানুষের কাছে ত্রাণ পৌঁছানো যায়।

ডেস্ক রিপোর্ট 

























