ভারত-পাকিস্তান ‘যুদ্ধে’ ইসলামাবাদের পেছনে দাঁড়িয়ে একাধিক আধুনিক চীনা অস্ত্র ব্যবহার করে কাঁপন ধরিয়েছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায়। ড্রোন হামলা, জেট ধ্বংস এবং রাফেল ভূপাতিতের মতো ঘটনার মাঝে চীনা বিজ্ঞানীরা তৈরি করছেন নতুন এক নৌ-বাহিনীকেন্দ্রিক আকাশ প্রতিরক্ষা অস্ত্র।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ‘মর্ডান ওয়েপনরি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে এই ‘ধাতব ঝড়’ নামের অস্ত্রের প্রোটোটাইপ। ১৬টি ৩৫ মিমি ব্যারেল থেকে মিনিটে চার লক্ষ গুলি ছুঁড়তে সক্ষম এই সিস্টেম হাইপারসোনিক মিসাইল ঠেকাতে পারবে বলেও দাবি করেছে বেইজিং।
প্রাথমিকভাবে এটি ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজে মোতায়েন করা হবে। বিদ্যমান ‘ক্লোজ ইন ওয়েপন সিস্টেম’-এর চেয়ে এই নতুন প্রযুক্তি হবে আরও শক্তিশালী ও অভিযোজ্য।