ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪৪ জন নেতাকর্মী শহীদ হয়েছে: নাছির উদ্দিন এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই: প্রেস সচিব এমন বৃষ্টি থাকবে কত দিন, জানাল আবহাওয়া অফিস চীন সফরে যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল ভারতের ঢলে ভেঙে গেল ৩ নদীর বাঁধ, ডুবে গেল ৩০ গ্রাম কক্সবাজার সৈকতে ভেসে এলো আরও এক শিক্ষার্থীর মরদেহ ইরানের হাতে এসেছে চীনের আধুনিক হিউ কিউ-৯ এয়ার ডিফেন্স মিসাইল বিশ্ব আর কোনো সম্রাট চায় না: ট্রাম্পকে ব্রাজিলের প্রেসিডেন্টের হুঁশিয়ারি আগামী নির্বাচনে বেশির ভাগ মানুষ ভোটই দিতে যাবে না: মাসুদ কামাল যাত্রাবাড়ী গণহত্যা: ৫২ জন নিহতের বিবিসি অনুসন্ধান উন্মোচন করল ইতিহাসের নির্মম এক অধ্যায়

চেক ডিজঅনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৭০১ বার পড়া হয়েছে

চেক ডিজঅনার সংক্রান্ত মামলায় দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিলেটের একটি আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট মো. হারুন-অর-রশিদ এই আদেশ দেন। মামলার বাদী ছিলেন দৈনিক কালের কণ্ঠের সিলেট ব্যুরোর সাবেক প্রধান আহমেদ নূর।

আদালত সূত্রে জানা গেছে, গত বছর ৫ ডিসেম্বর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮/১৪০ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলায় সাড়া না দেওয়ায় এবং সমন পেয়ে আদালতে হাজির না হওয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলায় আসামি করা হয়েছে—

  • বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান

  • এমডি সায়েম সোবহান আনভীর

  • কালের কণ্ঠের বর্তমান সম্পাদক হাসান হাফিজ

  • সাবেক সম্পাদক ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী

  • চেক স্বাক্ষরকারী শাহেদ মুহাম্মদ আলী

  • নঈম নিজাম

এছাড়া, প্রতিষ্ঠান হিসেবে দৈনিক কালের কণ্ঠকেও বিবাদী করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বাদী আহমেদ নূর দীর্ঘ সাড়ে ১২ বছর ধরে কালের কণ্ঠের সিলেট ব্যুরোপ্রধান হিসেবে কর্মরত ছিলেন। চাকরি শেষে তাঁর পাওনা বেনিফিটের অংশবিশেষ চেকে পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। জানুয়ারি মাসে দেওয়া ১০টি চেকের মধ্যে আটটি চেক অনার না হওয়ায় তিনি প্রায় ৬ লাখ ১ হাজার ৮২৪ টাকার জন্য মামলা দায়ের করেন।

প্রথম মামলার শুনানিতে আজ আদালত গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। তিনি বলেন, “সমনের জবাব না দিয়ে আদালতে অনুপস্থিত থাকায় বিচারক এই আদেশ দেন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪৪ জন নেতাকর্মী শহীদ হয়েছে: নাছির উদ্দিন

চেক ডিজঅনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় ১১:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

চেক ডিজঅনার সংক্রান্ত মামলায় দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিলেটের একটি আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট মো. হারুন-অর-রশিদ এই আদেশ দেন। মামলার বাদী ছিলেন দৈনিক কালের কণ্ঠের সিলেট ব্যুরোর সাবেক প্রধান আহমেদ নূর।

আদালত সূত্রে জানা গেছে, গত বছর ৫ ডিসেম্বর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮/১৪০ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলায় সাড়া না দেওয়ায় এবং সমন পেয়ে আদালতে হাজির না হওয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলায় আসামি করা হয়েছে—

  • বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান

  • এমডি সায়েম সোবহান আনভীর

  • কালের কণ্ঠের বর্তমান সম্পাদক হাসান হাফিজ

  • সাবেক সম্পাদক ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী

  • চেক স্বাক্ষরকারী শাহেদ মুহাম্মদ আলী

  • নঈম নিজাম

এছাড়া, প্রতিষ্ঠান হিসেবে দৈনিক কালের কণ্ঠকেও বিবাদী করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বাদী আহমেদ নূর দীর্ঘ সাড়ে ১২ বছর ধরে কালের কণ্ঠের সিলেট ব্যুরোপ্রধান হিসেবে কর্মরত ছিলেন। চাকরি শেষে তাঁর পাওনা বেনিফিটের অংশবিশেষ চেকে পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। জানুয়ারি মাসে দেওয়া ১০টি চেকের মধ্যে আটটি চেক অনার না হওয়ায় তিনি প্রায় ৬ লাখ ১ হাজার ৮২৪ টাকার জন্য মামলা দায়ের করেন।

প্রথম মামলার শুনানিতে আজ আদালত গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। তিনি বলেন, “সমনের জবাব না দিয়ে আদালতে অনুপস্থিত থাকায় বিচারক এই আদেশ দেন।”