চেক ডিজঅনার সংক্রান্ত মামলায় দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিলেটের একটি আদালত।
বৃহস্পতিবার (১৯ জুন) সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট মো. হারুন-অর-রশিদ এই আদেশ দেন। মামলার বাদী ছিলেন দৈনিক কালের কণ্ঠের সিলেট ব্যুরোর সাবেক প্রধান আহমেদ নূর।
আদালত সূত্রে জানা গেছে, গত বছর ৫ ডিসেম্বর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮/১৪০ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলায় সাড়া না দেওয়ায় এবং সমন পেয়ে আদালতে হাজির না হওয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলায় আসামি করা হয়েছে—
-
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান
-
এমডি সায়েম সোবহান আনভীর
-
কালের কণ্ঠের বর্তমান সম্পাদক হাসান হাফিজ
-
সাবেক সম্পাদক ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী
-
চেক স্বাক্ষরকারী শাহেদ মুহাম্মদ আলী
-
নঈম নিজাম
এছাড়া, প্রতিষ্ঠান হিসেবে দৈনিক কালের কণ্ঠকেও বিবাদী করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, বাদী আহমেদ নূর দীর্ঘ সাড়ে ১২ বছর ধরে কালের কণ্ঠের সিলেট ব্যুরোপ্রধান হিসেবে কর্মরত ছিলেন। চাকরি শেষে তাঁর পাওনা বেনিফিটের অংশবিশেষ চেকে পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। জানুয়ারি মাসে দেওয়া ১০টি চেকের মধ্যে আটটি চেক অনার না হওয়ায় তিনি প্রায় ৬ লাখ ১ হাজার ৮২৪ টাকার জন্য মামলা দায়ের করেন।
প্রথম মামলার শুনানিতে আজ আদালত গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। তিনি বলেন, “সমনের জবাব না দিয়ে আদালতে অনুপস্থিত থাকায় বিচারক এই আদেশ দেন।”